North 24 Parganas News: মানুষের সুবিধার্থে এগিয়ে এল পঞ্চায়েত, সন্দেশখালিতে চালু নতুন ভবন
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
অনেক দূরের পঞ্চায়েত অফিসে পরিষেবা পেতে গিয়ে কালঘাম ছুটে যায়। এলাকার মানুষের কথা ভেবে এবার নতুন ভাবে পঞ্চায়েত ভবন নির্মাণ করা হল।
বসিরহাট: এলাকার নাগরিকদের পরিষেবা দিতে দূরের পঞ্চায়েত অফিস কাছে এলো, খুশি সাধারণ মানুষ। পঞ্চায়েত এলাকার একেবারে সীমান্তের কোল ঘেঁষে পঞ্চায়েত অফিস, আর যার জেরে অনেক দূরের পঞ্চায়েত অফিসে পরিষেবা পেতে গিয়ে কালঘাম ছুটে যায়। আবার পুরান পঞ্চায়েত অফিসের অবস্থাও বেহাল , যখন তখন প্যালেস্তার খসে পড়ছে। এলাকার সাধারণ মানুষের কথা ভেবে এবার নতুন ভাবে পঞ্চায়েত ভবন নির্মাণ করা হল সন্দেশখালির ১০ নং কানমারীতে। উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি ব্লকের অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করা হল এদিন।
নব নির্মিত এই নতুন ভবনটির দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ দফতরের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। প্রধান, উপ প্রধান উদ্বোধন আব্দুল কাদের মোল্লা সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। তবে শুধু সরকারী সাহায্যে নয়, গ্রামের মানুষও এই ভবনটি নির্মাণের জন্য ভূমিদান করেছেন। স্বাভাবিকভাবেই পূর্বের পঞ্চায়েত এলাকার সীমান্তবর্তী সংকীর্ণ এলাকা থেকে পরিবর্তন হয়ে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য পঞ্চায়েত এলাকার মধ্যভাগে হওয়ায় খুশি প্রান্তিক এলাকার সাধারণ মানুষ।
advertisement
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 3:52 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মানুষের সুবিধার্থে এগিয়ে এল পঞ্চায়েত, সন্দেশখালিতে চালু নতুন ভবন