North 24 Parganas News: টেবিল টেনিস খেলায় নতুন দিশা দেখাচ্ছে অশোকনগর, নিয়ম করে চলছে প্রশিক্ষণ

Last Updated:

ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেট ও ফুটবলে সীমাবদ্ধ না থেকে, পিছিয়ে পড়া টেবিল টেনিস খেলাকে এগিয়ে আনতে তৈরি করা হয়েছে কোচিং একাডেমি।

টেবিল টেনিস প্রশিক্ষণ
টেবিল টেনিস প্রশিক্ষণ
উত্তর ২৪ পরগনা: ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেট ও ফুটবলে সীমাবদ্ধ না থেকে, আরও বিভিন্ন ধরনের খেলাকে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিয়েছে অশোকনগরের এক ক্রীড়া সংস্থা। পিছিয়ে পড়া টেবিল টেনিস খেলাকে এগিয়ে আনতে তৈরি করা হয়েছে কোচিং একাডেমি। জেলার অন্যান্য জায়গায় হাতে গোনা টেবিল টেনিস কোচিং সেন্টার থাকলেও, বারাসাত থেকে বনগাঁর মধ্যে এই টেবিল টেনিস একাডেমি চালু হওয়ায় উৎসাহ যোগাচ্ছে ক্রীড়া প্রেমীদের মধ্যে। অশোকনগর কল্যাণগড় পুরসভার সামনে নেতাজী সুভাষ সংঘ ক্লাবে চলছে এই টেবিল টেনিস একাডেমি।
ক্রীড়া ক্ষেত্রে ঐতিহ্যবাহী অশোকনগর কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টেবিল টেনিস একাডেমি চালু হওয়ায় যেমন এই খেলার সুযোগ লাভ করবে বিস্তীর্ণ এলাকার ছেলে-মেয়েরা তার পাশাপাশি ইচ্ছে হলে অবসর সময়ে কাটাতে খেলতে আসতে পারবেন এলাকার অন্যান্য নাগরিকরাও। ইতিমধ্যেই চালু হয়েছে এই টেবিল টেনিস একাডেমি। বেশ কিছু ছাত্র-ছাত্রীও ইতিমধ্যেই ভর্তি হয়েছেন টেবিল টেনিস খেলা শেখার জন্য। অশোকনগর টাউন অলিম্পিক কমিটির উদ্যোগে কেনা হয়েছে অত্যাধুনিক মানের টেবিল টেনিস বোর্ড। সেখানেই সপ্তাহের নির্দিষ্ট দিনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খেলোয়ারদের। বেশ কিছু প্রতিভাবান ও স্টেট লেভেল খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রাও প্র্যাকটিসের জন্য যোগ দিয়েছেন এই একাডেমিতে।
advertisement
advertisement
সপ্তাহে শনি ও রবিবার ছুটির দিনে বিকেলে খেলোয়ারদের দুটি দলে বিভক্ত করে চলে ক্লাস বলেই জানালেন একাডেমির অন্যতম উদ্যোক্তা অংশুমান রায় ও সঞ্জয় সাহা। একসময়ে খেলাধুলায় গৌরবময় ঐতিহ্য ছিল অশোকনগরের, যা আজ অনেক অংশে হারিয়ে যেতে বসেছে বলেই মনে করেন অশোকনগর এর একাংশের মানুষ। খেলাধুলা বলতে ক্রিকেট আর ফুটবল ছাড়া আর কিছুই সেভাবে শেখার সুযোগ ছিল না এই বিস্তীর্ণ অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে অশোকনগর টাউন অলিম্পিকের এই উদ্যোগে নতুন করে ক্রীড়া ক্ষেত্রে গতি পেল বলেই মনে করছেন অনেকে। ইতিমধ্যেই প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই টেবিল টেনিস একাডেমীর সঙ্গে যুক্ত হয়েছেন।
advertisement
কাজকর্মের ফাঁকে শরীর সুস্থ রাখতে ও খেলাধুলার চর্চা করতে বহু মানুষ এই একাডেমিতে টেবিল টেনিস খেলতে আসছেন। পরবর্তীতে এই একাডেমি কে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছেন উদ্যোক্তারা। এলাকায় নতুন একটি ক্রীড়া একাডেমি তৈরি হওয়ায় অভিভাবকরাও সন্তানদের টেবিল টেনিস খেলায় উৎসাহ যোগাচ্ছেন। আগামী দিনে এই টেবিল টেনিস একাডেমিথেকেই যে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় উঠে আসবে না, তা কে-ই বা বলতে পারে! তবে নতুন এই টেবিল টেনিস একাডেমিতে ব্যাট হাতে নিয়ে প্র্যাকটিসে মত্ত খেলোয়াড়রা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: টেবিল টেনিস খেলায় নতুন দিশা দেখাচ্ছে অশোকনগর, নিয়ম করে চলছে প্রশিক্ষণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement