North 24 Parganas News: অনর্গল উত্তর সাধারণ জ্ঞানের সব প্রশ্নের, কাঁচরাপাড়ার খুদে সুনয়ন জেলার গর্ব

Last Updated:

চার বছরের শিশুর প্রতিভা তাক লাগাচ্ছে সকলকে, অনর্গল উত্তর দিতে পারে সাধারণ জ্ঞানের সব প্রশ্নের

+
খুদে

খুদে সুনয়ন

উত্তর ২৪ পরগনা: মাত্র চার বছর বয়সে নিজের প্রতিভায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ জায়গা করে নিল কাঁচরাপাড়ার সুনয়ন। আলফাবেটিক্যালি জাতীয় ফুল, ফল, পাখির নাম থেকে শুরু করে জেলার নাম এমনকি সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়ে একেবারে ঝরঝর উত্তর দিতে পারে এই শিশু। বিচারকদের প্রশ্নে একের পর এক জবাব দিয়ে, শিরোপা হাতে তুলে নিয়েছে এই খুদে।
বয়স মাত্র চার, কাঁচরাপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে শরৎ পল্লীর এলাকার বাসিন্দা সুনয়ন। বাবা সঞ্জয় বিশ্বাস পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, মা অঞ্জনা বিশ্বাস নিতান্তই গৃহবধূ। তবে খুদে শিশুর এই সাফল্যের পেছনে রয়েছে তার মায়ের অবদান। মাত্র দু’বছর বয়স থেকে সুনয়নকে খাবার সময় বা অবসর সময় গল্প, ছড়া শুনিয়ে তাকে খাওয়াতেন। ইংরেজি থেকে বাংলা বা মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ জাতীয় ফুল, ফল কি সেগুলিও ঠোটস্ত করিয়ে দিতে শুরু করেন মা অঞ্জনা দেবী। প্রতিটা জেলার নাম ও তার সম্বন্ধে বুঝিয়ে দিত মা।
advertisement
advertisement
আজ তার এই মেধা দেখে মুগ্ধ পরিবার ও এলাকার মানুষজন। ছেলের এই প্রতিভা দেখেই মা অঞ্জনা দেবী অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড প্রতিযোগিতায় ছেলের নাম দাখিল করেন। এরপরই ছোট্ট শিশুর এই প্রতিভা দেখে সুনয়নকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ নির্বাচিত করেন। শংসাপত্র ও মেডেল তুলে দেওয়া হয় ছোট সুনয়নের হাতে। ছোট্ট খুদের এই সাফল্যে আজ গর্বিত গোটা বিশ্বাস পরিবার সহ পাড়া প্রতিবেশীরাও।
advertisement
রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অনর্গল উত্তর সাধারণ জ্ঞানের সব প্রশ্নের, কাঁচরাপাড়ার খুদে সুনয়ন জেলার গর্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement