Vande Mataram Debate: সংসদে ‘বন্দে মাতরম’.. মোদির নেহরু-জিন্নাহ মন্তব্য থেকে শুরু করে প্রিয়ঙ্কা গান্ধির ‘ক্রোনোলজি’, টানটান রইল অধিবেশন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সংসদে প্রধানমন্ত্রী জানান, ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই স্তোত্র রচনা করেন৷ কিন্তু, ১৯৩৭ সালে তা যখন প্রথম গান হিসাবে ব্যবহার করা হয়, তখন তা থেকে বাদ যায় প্রথম দু’টি ছাড়া বাকি স্তবক৷
নয়াদিল্লি: শীতকালীন অধিবেশন৷ কিন্তু, ‘বন্দে মাতরম’ ইস্যুতে উত্তপ্ত সংসদ৷ একদিকে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অন্যদিকে, সেই নেহরুরই উত্তরসূরী প্রিয়ঙ্কা গান্ধি বঢরা বোঝালেন ‘বন্দে মাতরম’-এর জাতীয় গান হয়ে ওঠার ‘ক্রোনোলজি৷’
সোমবার সংসদে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি হিসাবে একটি বিতর্ক আলোচনার ক্ষণ নির্ধারণ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে৷ সেই আলোচনার উদ্বোধন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার মাধ্যমেই৷ নিজের বক্তৃতায় ‘বন্দে মাতরম’ গানের মাহাত্ম্য, ভারতীয়দের উপরে এবং ভারতীয় রাজনীতির উপরে তার প্রভাব নিয়ে আলোচনা করেন তিনি৷ তাঁর অভিযোগ, ‘বন্দে মাতরম’-এর সব ক’টি স্তবক জাতীয় গান হিসাবে ব্যবহার না করাই আদতে ভারতে ‘তুষ্টিকরণের রাজনীতির’ সূত্রপাত করেছে৷
advertisement
advertisement
সংসদে প্রধানমন্ত্রী জানান, ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই স্তোত্র রচনা করেন৷ কিন্তু, ১৯৩৭ সালে তা যখন প্রথম গান হিসাবে ব্যবহার করা হয়, তখন তা থেকে বাদ যায় প্রথম দু’টি ছাড়া বাকি স্তবক৷ এ বিষয়ে, ১৯৩৭ সালে লখনউ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে লেখা মহম্মদ আলি জিন্না সংক্রান্ত নেহরুর একটি চিঠির উল্লেখ করেন মোদি৷
advertisement
মোদি জানান, ১৯৩৭ সালের ১৫ অক্টোবর প্রথম ‘বন্দে মাতরম’ নিয়ে নিজের আপত্তি প্রকাশ করেন মুসলিম লিগের নেতা মহম্মদ আলি জিন্নাহ৷ আর তার ৫ দিন পরে নেহরু নেতাজিকে একটি চিঠিতে লিখে জিন্নাহর হয়েই কথা বলেন৷ জানান, ‘আনন্দমঠ’-এর যা প্রেক্ষাপট, তাতে সংখ্যালঘুরা ক্ষুন্ন হতে পারে৷
মোদি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, ১৯৩৭ সালের ২৬ অক্টোবর, কংগ্রেস বন্দে মাতরমের সাথে আপস করে , এবং এটিকে টুকরো টুকরো করে দেয়। এই সিদ্ধান্ত সামাজিক সম্প্রীতির আড়ালে ঢেকে রাখা হয়েছিল৷ কিন্তু ইতিহাস সাক্ষী যে কংগ্রেস মুসলিম লিগের সামনে মাথানত করেছিল এবং তাদের চাপে কাজ করে, তুষ্টির রাজনীতি গ্রহণ করে৷’’ এই মাথানত করার থেকে একদিন ভারত ভাগ মেনে নিতে হয়েছিল বলেও এদিন দাবি করেন মোদি৷
advertisement
অন্যদিকে, জওহরলাল নেহরুর উত্তরসূরী প্রিয়ঙ্কা গান্ধি এদিন এই বিতর্কে অংশ নিতে গিয়ে, বিতর্কের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তোলেন৷ বলেন, ‘‘আমরা বন্দে মাতরম নিয়ে এই বিতর্ক কেন করছি? জাতীয় গান নিয়ে কী বিতর্ক থাকতে পারে?’’
কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কার দাবি, এই বিতর্ক আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৷ তিনি বলেন, ‘‘আমাদের এই বিতর্কে শামিল হতে হচ্ছে, কারণ, সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷’’ কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে প্রিয়ঙ্কা দাবি করেন, সাধারণ মানুষ একাধিক সমস্যায় জর্জরিত, সে সব নিয়ে সরকার কোনও সমাধান ‘খুঁজে পাচ্ছে না’ বলে দাবি করেন প্রিয়ঙ্কা৷ অভিযোগ করেন, ‘‘আসলে যাঁরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, এবং দেশের জন্য বলিদান দিয়েছেন, তাঁদের কাঠগড়ায় তুলতে চাইছে শাসকদল৷’’
advertisement
শুধু তাই নয়, এদিন সংসদে ‘বন্দে মাতরম’ গানের ‘ক্রোনোলজি’ও তুলে ধরেন প্রিয়ঙ্কা৷ তিনি বলেন, ‘‘বঙ্কিকচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৭৫ সালে গানটির প্রথম দু’টি স্তবক লিখেছিলেন৷ ১৯৮২ সালে যখন তিনি ‘আনন্দমঠ’ উপন্যাস প্রকাশ করেন, তখন তাতে আরও চারটি স্তবক যোগ করে৷’’
advertisement
প্রিয়ঙ্কা জানান, ১৮৯৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের একটি অধিবেশনে প্রথমবার গানটি গান৷ প্রিয়ঙ্কা এদিন মোদির উল্লেখ করা নেহরু ও নেতাজির চিঠি নিয়ে প্রশ্ন তোলার বিরোধিতা করেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
December 08, 2025 11:08 PM IST

