Chingrighata Metro News: বৈঠক হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না! কেন থমকে চিংড়িঘাটা মেট্রোর কাজ? প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির, দিলেন ডেডলাইন

Last Updated:

যদিও রাজ্যের সেই যুক্তি মানতে চাননি বিচারপতি৷ বলেন, ‘‘সেটা এতদিন পর বুঝতে পারলেন? যখনই কাজ হোক এই অসুবিধা তো হবেই। তাহলে কি কাজ আটকে থাকবে ?’’

News18
News18
কলকাতা: আদালতের নির্দেশ মতো আলোচনাও হচ্ছে, বৈঠকও হচ্ছে৷ তা সত্ত্বেও বারবার পিছিয়ে যাচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ৷ এ নিয়ে সোমবার বিরক্তিপ্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ সোমবার শুনানি চলাকালীন রাজ্যের সরকারি কৌঁসুলিকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল প্রশ্ন করেন, ‘‘আদালতের নির্দেশে দুপক্ষের মধ্যে বৈঠক হওয়ার পরেও কেন সেটা কার্যকর হল না? কেন ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছে না রাজ্য?
বিচারপতি সুজয় পালের মন্তব্য, ‘‘এটা একটা নামী প্রকল্প। এটা হলে সাধারণ মানুষের উপকার হবে। বৈঠকে আপনারা কথা দিলেন যে যান নিয়ন্ত্রণ করা হবে। তারপরেও যেটা পালন করছেন না!’’
advertisement
আদালত উষ্মাপ্রকাশের পরে চিংড়িঘাটা মোড় বন্ধ হলে কী কী সমস্যা হতে পারে, তার খানিক ব্যাখ্যা দিয়ে রাজ্যের তরফে আইনজীবী বলেন, ‘‘যে জায়গা আটকানো হবে সেখানে সবথেকে বেশি অসুবিধা হবে। অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না। ’’
advertisement
যদিও রাজ্যের সেই যুক্তি মানতে চাননি বিচারপতি৷ বলেন, ‘‘সেটা এতদিন পর বুঝতে পারলেন? যখনই কাজ হোক এই অসুবিধা তো হবেই। তাহলে কি কাজ আটকে থাকবে ?’’
সব শেষে আদালত জানিয়েছে, কবে থেকে চিংড়িঘাটার ট্র্যাফিক নিয়ন্ত্রণ শুরু হবে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন তারিখ জানাতে হবে রাজ্যকে। বিচারপতি সুজয় পালের মন্তব্য, ‘‘রাজ্যের নতুন যুক্তি নিয়ে আদালত আগ্রহী নয়। দ্রুত প্রকল্প রূপায়ণের ব্যবস্থা করতে হবে।’’
advertisement
প্রসঙ্গত,চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার না জুড়লে অরেঞ্জ লাইনের কাজ সল্টলেকে ঢুকতে পারছে না বহুদিন। বিষয়টি নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সবপক্ষ বৈঠকে বসে গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত হয় উৎসবের মরসুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্র্যাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL। সিদ্ধান্তে সায় দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু, তারপরেও চিংড়িঘাটা এলকার ট্র্যাফিক নিয়ন্ত্রণের নির্দেশ আসেনি রাজ্যের তরফে৷ তাই কাজ এগোতে পারছেন না মেট্রোরেল কর্তৃপক্ষও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chingrighata Metro News: বৈঠক হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না! কেন থমকে চিংড়িঘাটা মেট্রোর কাজ? প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির, দিলেন ডেডলাইন
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement