Mamata Banerjee: ‘অনেকেই SIR নিয়ে ব্যস্ত,’ তার মাঝেও অব্যাহত রাখতে হবে উন্নয়ন! BDO, SDO-দের নির্দেশ মুখ্যমন্ত্রীর
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এরপরেই মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, ‘‘BDO, SDO, BLO, DLO দের ওপর চাপ বাড়ছে। এটা ইচ্ছে করে করা হয়েছে যাতে উন্নয়ন ব্যাহত হয়। কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে।’’
কোচবিহার: সোমবার কোচবিহারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে কথা বলার পাশাপাশি SIR- নিয়েও ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় মমতাকে৷ বলেন, ‘‘পথশ্রী প্রকল্পে ২০ হাজার কিমি নতুন রাস্তা হচ্ছে। অনেকেই SIR নিয়ে ব্যস্ত। কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে প্রশাসনিক কর্তাদের নির্দেশ। ভাল করে কাজ করুন।’’
এদিন মমতা বলেন, ‘‘এর আগেও অনেক কাজ করেছি। কোচবিহার বর্ডার জেলা। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনও মাতব্বরি মানা হবে৷ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে৷ পিএইচই’র কাজ চলছে। জলের লাইন এখন ৯৯ লাখ। এটা বাড়িয়ে ১ কোটি ৮৭ লাখ করার প্ল্যান রয়েছে৷’’
advertisement
advertisement
এরপরেই মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, ‘‘BDO, SDO, BLO, DLO দের ওপর চাপ বাড়ছে। এটা ইচ্ছে করে করা হয়েছে যাতে উন্নয়ন ব্যাহত হয়। কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে। SIR নিয়ে কিছু সমস্যা হয়েছে। যাঁরা বিহারে ভোট দেয়নি, তাঁদের নাম কেন বাদ যাবে? যাঁরা পরিযায়ী শ্রমিক, তাঁদের পরিবারের সঙ্গে কথা বলুন। MAY I HELP YOU রাজ্য করছে। ১২ তারিখ থেকে শুরু৷’’
advertisement
এদিন দেশজুড়ে চলমান ইন্ডিগো বিমান পরিষেবার ভয়ঙ্কর অবস্থা নিয়েও সরব হন তিনি৷ বলেন, ‘‘বিমান বন্ধ। মানুষ টিকিট কেটে যেতে পারছে না। আনপ্ল্যাণ্ড।’’ মমতার কথায়, ‘‘SDO, BDO-দের রাতের অন্ধকারে হুমকি দেওয়া হচ্ছে। SIR আনপ্ল্যাণ্ড। চাকরি খাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কেন তাড়াহুড়ো SIR এ? কিসের এতো পেটের ক্ষুধা। নাগরিকদের ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনতে হবে। এটাই কি লক্ষ্য?’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Dec 08, 2025 4:42 PM IST









