School Bus Poolcar New Rule: স্কুলে আসছে একাধিক নয়া নিয়ম, পুলকার-বাসের জন্য কঠোর ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার

Last Updated:

School Bus Poolcar: স্কুলের পুলকার এবং বাসের জন্য একগুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে স্কুলগুলির জন্য আসছে একাধিক নিয়ম।

News18
News18
কলকাতা: স্কুলের পুলকার এবং বাসের জন্য একগুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে স্কুলগুলির জন্য আসছে একাধিক নিয়ম। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেবে পরিবহণ, পুলিশ, শিক্ষা দফতর এবং অভিভাবকদের সঙ্গে বৈঠকে।
স্কুল, অভিভাবক ও গাড়ি মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য। গাড়ির মালিকদের জন্য নির্দেশিকা গাড়ির বৈধ কাগজ, ফিটনেস, লোকেশন ট্র‍্যাকিং ডিভাইস বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য। সেই সঙ্গে গাড়িতে হাত মাথা না যাতে বের করা যায় সেই জন্য সুরক্ষিত দরজা জানলা, বাইরে থেকে দৃশ্যমান কাচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা, সিটবেল্টের ব্যবস্থা, ফার্স্ট এইড বক্স, আগুন যাতে না লাগে তার ব্যবস্থা রাখতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
পুলকার এবং বাসের জন্য নিয়মিত ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। সেই সঙ্গে প্রতি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিকটবর্তী পরিবহণ অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন। স্কুলের পরিবহণ সংক্রান্ত বিষয় তাঁকে দায়িত্ব নিতে হবে।
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
পাশাপাশি স্কুলবাস বা পুলকারের ক্ষেত্রে অভিভাবকদের পরামর্শে বাণিজ্যিক গাড়ি ব্যবহার করতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর সব ব্যবস্থা রিনিউ করা হবে, বলে জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
School Bus Poolcar New Rule: স্কুলে আসছে একাধিক নয়া নিয়ম, পুলকার-বাসের জন্য কঠোর ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement