Tripura Assembly Election 2023: বিভিন্ন দল থেকে যোগদান ঘাসফুলে! ত্রিপুরায় নির্বাচনের আগেই শক্তি বাড়ছে তৃণমূলে

Last Updated:

Tripura Assembly Election 2023: তৃণমূল কংগ্রেসের দাবি তাদের প্রচরসজ্জা নষ্ট করা সত্ত্বেও, বক্সনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ৫টি দলীয় কার্যালয়ের  উদ্বোধন করা হয়েছে। 

ত্রিপুরায় নির্বাচনের আগেই শক্তি বাড়ছে তৃণমূলে
ত্রিপুরায় নির্বাচনের আগেই শক্তি বাড়ছে তৃণমূলে
বক্সনগর: নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও তৃণমূলের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরার বক্সনগরে। তবে তৃণমূল কংগ্রেসের দাবি তাদের প্রচরসজ্জা নষ্ট করা সত্ত্বেও, বক্সনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ৫টি দলীয় কার্যালয়ের  উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বক্সনগর বিধানসভা কেন্দ্রে বক্সনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জোয়দুল হোসেনের উপস্থিতিতে বিধানসভার অন্তর্গত মোট ৫টি গ্রাম পঞ্চায়েতে ৫টি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হয়। পাশাপাশি, বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এবং বিজেপির ১২ জন কোর কমিটি সদস্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি।
এদিন বক্সনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জোয়দুল হোসেন বলেছেন, "আমাদের বিশ্বাস মানুষ আমাদের পক্ষে থাকবে। বিভিন্ন দলের দুষ্কৃতীরা আমাদের প্রচার সজ্জাকে প্রতিনিয়ত নষ্ট করে দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের সঠিক জবাব দেওয়ার লক্ষ্যে বক্সনগর কেন্দ্রে ৫টি দলীয় কার্যালয় উদ্বোধন করেছি। এই ৫টি দলীয় কার্যালয় হলো আশাবাড়ি, পুটিয়া, বক্সনগর, রহিমপুর, এবং উত্তর বক্সনগর এলাকার অন্তর্গত।"
advertisement
advertisement
অন্যদিকে, বিশালগড়ে কংগ্রেসে ভাঙন, তৃণমূল কংগ্রেসের  যোগদান সভায় একাধিক ব্যক্তি যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।  ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দ নগর পঞ্চায়েত এলাকার ৬৫ জন ভোটার কংগ্রেস দলত্যাগ করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের হাত ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন।
advertisement
দলের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে আরো শক্তিশালী হয়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীদিনে মানুষের স্বার্থে আরো বৃহত্তর ভাবে কাজ চালিয়ে যাবে।
একইসাথে এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, "বিশালগড় বিধানসভা কেন্দ্রের অরবিন্দ নগর পঞ্চায়েত এলাকার বহু ভোটার কংগ্রেস দলত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ওনাদের আজকে আমরা তৃণমূল কংগ্রেসে বরণ করে নিলাম। বিশালগড়ে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়ে উঠলো। তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি।"
advertisement
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কংগ্রেস নেত্রী এবং জেলা পরিষদের সদস্য রুবি বেগম।  কংগ্রেস দলের কৈলাসহর জেলা পরিষদের সদস্য রুবি বেগম কংগ্রেস দলত্যাগ করে আগরতলায় এসে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
advertisement
এতে কৈলাসহরে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিক ভাবে যা শক্তিশালী করে তুলতে সাহায্য করবে বলে দাবি তৃণমূলের।তৃণমূলের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, "ত্রিপুরার জনসাধারণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে কাজ করছে এবং জনসংযোগের দ্বারা তৃণমূল কংগ্রেসে বৃহত্তর ভাবে সারা পাচ্ছে। বিজেপির এই অপশাসন থেকে রক্ষার পাওয়ার জন্য রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করবে।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: বিভিন্ন দল থেকে যোগদান ঘাসফুলে! ত্রিপুরায় নির্বাচনের আগেই শক্তি বাড়ছে তৃণমূলে
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement