TMC Strategy in Goa: বাংলা মডেলেই গোয়ার অঙ্ক? তৃণমূলের মিশন গোয়ায় এই কৌশল দেখছে রাজনৈতিক মহল

Last Updated:

পশ্চিমবঙ্গের তুলনায় গোয়া অত্যন্ত ছোট রাজ্য৷ গোয়ায় মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষের কাছাকাছি (TMC Strategy in Goa)৷

গোয়ায় নতুন ভোর- এই বার্তা দিয়েই প্রচার করছে তৃণমূল৷
গোয়ায় নতুন ভোর- এই বার্তা দিয়েই প্রচার করছে তৃণমূল৷
#পানাজি: বাংলায় সাফল্যের মডেলেই গোয়াতেও বাজিমাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC Strategy in Goa)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের মধ্যেই এমন খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে (Mamata Banerjee in Goa)৷ এত রাজ্য থাকতে তৃণমূল কেন গোয়ায় ঝাঁপালো, সেই প্রশ্নের উত্তরও সম্ভবত লুকিয়ে রয়েছে তৃণমূলের এই কৌশলের মধ্যে৷
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পিছনে বড় কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মহিলাদের সমর্থন৷ এ রাজ্যে তৃণমূলকে হাত উপুড় করে ভোট দিয়েছিলেন মহিলারা৷ পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েও বাজিমাত করেছিলেন মুখ্যমন্ত্রী৷
পশ্চিমবঙ্গের তুলনায় গোয়া অত্যন্ত ছোট রাজ্য৷ গোয়ায় (Goa Politics)মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষের কাছাকাছি৷ তার মধ্যে ৪৯ শতাংশই মহিলা ভোটার৷ গোয়ায় বরাবরই মহিলা ভোটারদের ভোট দানের হারও চোখে পড়ার মতো৷
advertisement
advertisement
আর গোয়ার এই মহিলা ভোটারদের সমর্থন আদায়কেই এখন পাখির চোখ করছে তৃণমূল৷ দলীয় নেতৃত্বের আশা, পশ্চিমবঙ্গের মতোই গোয়ার মহিলা ভোটারদের সমর্থনও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু নেত্রীর দিকেই৷ আর গোয়ার মহিলাদের একটা বড় অংশের সমর্থন পেলে তাদের কাজটা যে অনেকটাই সহজ হয়ে যাবে, তা ভালই জানেন তৃণমূল নেতৃত্ব৷
advertisement
গোয়ায় পৌঁছনোর পর আজ থেকেই সেখানকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে তৃণমূলের ভিত আরও মজবুত করার কাজ শুরু করে দিচ্ছেন মমতা নিজেই৷ গোয়ার মতো ছোট রাজ্যে মানুষের মধ্যে বিজেপি বিরোধী ক্ষোভ কাজে লাগিয়ে নিজেদের এই লক্ষ্যপূরণ অসম্ভব নয় বলেই মনে করছেন তৃণমূল নেতারা৷ শুধু মমতা নয়, ইতিমধ্যেই সাংসদ মহুয়া মৈত্রের মতো জাতীয় স্তরে পরিচিত মুখকেও গোয়া নিয়ে গিয়েছে তৃণমূল৷ পাশাপাশি কংগ্রেস থেকে বেশ কয়েকজন মহিলা নেত্রীও গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন৷
advertisement
গোয়ায় পৌঁছনোর পর আজই সেখানকার মৎস্যজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনটি মন্দির দর্শনেও যাবে তৃণমূল৷ অতীতের তুলনায় অনেক আঁটঘাঁট বেঁধেই পশ্চিমবঙ্গের শাসক দল এবার ভিন রাজ্যে পা রাখছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷
যদিও তৃণমূলকে গোয়ায় বিশেষ গুরুত্ব দিতেই নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ গোয়ার মুখ্যমন্ত্রীর দাবি, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার নেতৃত্বে যে উন্নয়ন যজ্ঞ চলছে, তার উপরে মানুষের আস্থা রয়েছে৷ যে কেউ এখানে আসতেই পারেন, তাঁদের স্বাগত৷ কিন্তু তৃণমূলের এখানে দোকান বন্ধ করে ফিরে যেতে হবে৷'
advertisement
পাল্টা তৃণমূল নেতা মানস ভুঁইয়ার দাবি, 'গোয়ার মানুষ কংগ্রেস, বিজেপি-কে যথেষ্ট সুযোগ দিয়েছে৷ তারা কিছুই করতে পারেনি৷ ফলে একমাত্র আশা এখন মমতা বন্দ্যোপাধ্যায়৷'
গোয়ায় আগামী বছর নির্বাচন৷ তৃণমূল নেতারা দাবি করছেন, গোয়ায় ক্ষমতা দখল করে ছাড়বেন তাঁরা৷ শেষ পর্যন্ত গোয়ায় সত্যিই যদি তৃণমূল ভাল ফল করতে পারে, তাহলে জাতীয় স্তরে তৃণমূলের জোর অনেকটাই বাড়বে৷ শুধু বিজেপি-র মোকাবিলা নয়, সেক্ষেত্রে কংগ্রেসকে আরও কিছুটা ধাক্কা দিয়ে জাতীয় পরিসরে বিরোধী দল হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতাও বাড়াতে পারবে তৃণমূল৷ গোয়ার উদাহরণ সামনে রেখে অন্যান্য রাজ্যেও আরও আত্মবিশ্বাসী হয়ে ঝাঁপাতে পারবে তারা৷ তার জন্য গোয়ার মহিলা ভোটারদের উপরেই অনেকটা নির্ভর করছে পশ্চিমবঙ্গের শাসক দল৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC Strategy in Goa: বাংলা মডেলেই গোয়ার অঙ্ক? তৃণমূলের মিশন গোয়ায় এই কৌশল দেখছে রাজনৈতিক মহল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement