TMC Strategy in Goa: বাংলা মডেলেই গোয়ার অঙ্ক? তৃণমূলের মিশন গোয়ায় এই কৌশল দেখছে রাজনৈতিক মহল

Last Updated:

পশ্চিমবঙ্গের তুলনায় গোয়া অত্যন্ত ছোট রাজ্য৷ গোয়ায় মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষের কাছাকাছি (TMC Strategy in Goa)৷

গোয়ায় নতুন ভোর- এই বার্তা দিয়েই প্রচার করছে তৃণমূল৷
গোয়ায় নতুন ভোর- এই বার্তা দিয়েই প্রচার করছে তৃণমূল৷
#পানাজি: বাংলায় সাফল্যের মডেলেই গোয়াতেও বাজিমাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC Strategy in Goa)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের মধ্যেই এমন খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে (Mamata Banerjee in Goa)৷ এত রাজ্য থাকতে তৃণমূল কেন গোয়ায় ঝাঁপালো, সেই প্রশ্নের উত্তরও সম্ভবত লুকিয়ে রয়েছে তৃণমূলের এই কৌশলের মধ্যে৷
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পিছনে বড় কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মহিলাদের সমর্থন৷ এ রাজ্যে তৃণমূলকে হাত উপুড় করে ভোট দিয়েছিলেন মহিলারা৷ পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েও বাজিমাত করেছিলেন মুখ্যমন্ত্রী৷
পশ্চিমবঙ্গের তুলনায় গোয়া অত্যন্ত ছোট রাজ্য৷ গোয়ায় (Goa Politics)মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষের কাছাকাছি৷ তার মধ্যে ৪৯ শতাংশই মহিলা ভোটার৷ গোয়ায় বরাবরই মহিলা ভোটারদের ভোট দানের হারও চোখে পড়ার মতো৷
advertisement
advertisement
আর গোয়ার এই মহিলা ভোটারদের সমর্থন আদায়কেই এখন পাখির চোখ করছে তৃণমূল৷ দলীয় নেতৃত্বের আশা, পশ্চিমবঙ্গের মতোই গোয়ার মহিলা ভোটারদের সমর্থনও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু নেত্রীর দিকেই৷ আর গোয়ার মহিলাদের একটা বড় অংশের সমর্থন পেলে তাদের কাজটা যে অনেকটাই সহজ হয়ে যাবে, তা ভালই জানেন তৃণমূল নেতৃত্ব৷
advertisement
গোয়ায় পৌঁছনোর পর আজ থেকেই সেখানকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে তৃণমূলের ভিত আরও মজবুত করার কাজ শুরু করে দিচ্ছেন মমতা নিজেই৷ গোয়ার মতো ছোট রাজ্যে মানুষের মধ্যে বিজেপি বিরোধী ক্ষোভ কাজে লাগিয়ে নিজেদের এই লক্ষ্যপূরণ অসম্ভব নয় বলেই মনে করছেন তৃণমূল নেতারা৷ শুধু মমতা নয়, ইতিমধ্যেই সাংসদ মহুয়া মৈত্রের মতো জাতীয় স্তরে পরিচিত মুখকেও গোয়া নিয়ে গিয়েছে তৃণমূল৷ পাশাপাশি কংগ্রেস থেকে বেশ কয়েকজন মহিলা নেত্রীও গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন৷
advertisement
গোয়ায় পৌঁছনোর পর আজই সেখানকার মৎস্যজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনটি মন্দির দর্শনেও যাবে তৃণমূল৷ অতীতের তুলনায় অনেক আঁটঘাঁট বেঁধেই পশ্চিমবঙ্গের শাসক দল এবার ভিন রাজ্যে পা রাখছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷
যদিও তৃণমূলকে গোয়ায় বিশেষ গুরুত্ব দিতেই নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ গোয়ার মুখ্যমন্ত্রীর দাবি, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার নেতৃত্বে যে উন্নয়ন যজ্ঞ চলছে, তার উপরে মানুষের আস্থা রয়েছে৷ যে কেউ এখানে আসতেই পারেন, তাঁদের স্বাগত৷ কিন্তু তৃণমূলের এখানে দোকান বন্ধ করে ফিরে যেতে হবে৷'
advertisement
পাল্টা তৃণমূল নেতা মানস ভুঁইয়ার দাবি, 'গোয়ার মানুষ কংগ্রেস, বিজেপি-কে যথেষ্ট সুযোগ দিয়েছে৷ তারা কিছুই করতে পারেনি৷ ফলে একমাত্র আশা এখন মমতা বন্দ্যোপাধ্যায়৷'
গোয়ায় আগামী বছর নির্বাচন৷ তৃণমূল নেতারা দাবি করছেন, গোয়ায় ক্ষমতা দখল করে ছাড়বেন তাঁরা৷ শেষ পর্যন্ত গোয়ায় সত্যিই যদি তৃণমূল ভাল ফল করতে পারে, তাহলে জাতীয় স্তরে তৃণমূলের জোর অনেকটাই বাড়বে৷ শুধু বিজেপি-র মোকাবিলা নয়, সেক্ষেত্রে কংগ্রেসকে আরও কিছুটা ধাক্কা দিয়ে জাতীয় পরিসরে বিরোধী দল হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতাও বাড়াতে পারবে তৃণমূল৷ গোয়ার উদাহরণ সামনে রেখে অন্যান্য রাজ্যেও আরও আত্মবিশ্বাসী হয়ে ঝাঁপাতে পারবে তারা৷ তার জন্য গোয়ার মহিলা ভোটারদের উপরেই অনেকটা নির্ভর করছে পশ্চিমবঙ্গের শাসক দল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC Strategy in Goa: বাংলা মডেলেই গোয়ার অঙ্ক? তৃণমূলের মিশন গোয়ায় এই কৌশল দেখছে রাজনৈতিক মহল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement