Mamata Banerjee in Goa: মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ থেকে মন্দির দর্শন, গোয়ায় আজ থেকেই ময়দানে মমতা

Last Updated:

গোয়ায় মমতার (Mamata Banerjee in Goa) সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে (Mamata Banerjee in Goa)৷

গোয়া পৌঁছনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-Twitter/TMC
গোয়া পৌঁছনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-Twitter/TMC
#পানাজি: বৃহস্পতিবার পানাজি পৌঁছেছিলেন৷ শুক্রবার থেকেই মিশন গোয়ায় নেমে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Schedule in Goa)৷ তৃণমূলের প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার দিনভর গোয়ায় ঠাসা কর্মসূচি রয়েছে মমতার৷ মৎস্যজীবীদের সঙ্গে দেখা করার পাশাপাশি গোয়ার নাগরিকল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি গোয়ার তিনটি মন্দিরও দর্শন করবেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee in Goa)৷
গোয়ায় মমতার (Mamata Banerjee in Goa) সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে৷ মাত্র মাসখানেক আগে গোয়ায় যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ ইতিমধ্যেই কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপি-কে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ মমতা গোয়ায় পা দেওয়ার পরই তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷ মমতার যাত্রাপথে জয় শ্রীরাম লেখা পোস্টার, হোর্ডিংও লাগিয়ে রাখা হয়৷ যদিও তৃণমূল শিবির এতে নিজেদেরই জয় দেখছে৷ দলের নেতারা বলছেন, মমতার গোয়া সফরে যে বিজেপি ভয় পেয়েছে, এসব তারই প্রমাণ৷
advertisement
advertisement
তৃণমূলের দেওয়া তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল দশটায় প্রথমে গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর বেলা বারোটায় পানাজির বেতিমে গোয়ায় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে কথা বলবেন তৃণমূলনেত্রী৷ গোয়ার মানুষের একটা বড় অংশই মাছ ধরা এবং বিক্রির সঙ্গে যুক্ত৷ ফলে তাঁদের সমস্যা এবং দাবির কথা মমতা নিজে কথা বলে জেনে নিতে চান৷ এর পর বেলা একটায় সাংবাদিক বৈঠক করার কথা তৃণমূলনেত্রীর৷
advertisement
এ দিন বিকেলে পর পর তিনটি মন্দিরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বিকেল সাড়ে তিনটেয় পোঙ্গার মাঙ্গুয়েসি মন্দিরে যাবেন মমতা৷ এর পর শ্রী মহলসা নারায়ণী মন্দির এবং তপভূমি মন্দিরেও যাবেন তিনি৷ সন্ধ্যা ৫.৪৫ মিনিটে মমতা গোয়ার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন৷
তিন দিন গোয়ায় থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তৃণমূলনেত্রীর সফরের মধ্যেই আরও নামজাদা বেশ কয়েকজন ব্যক্তিত্ব গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন৷ যদিও এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ অন্যদিকে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গেও মমতার কথা হতে পারে বলে শোনা গিয়েছিল৷ কিন্তু সেই বৈঠক হওয়ার সম্ভাবনা ক্ষীণ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Goa: মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ থেকে মন্দির দর্শন, গোয়ায় আজ থেকেই ময়দানে মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement