Mamata Banerjee in Goa: মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ থেকে মন্দির দর্শন, গোয়ায় আজ থেকেই ময়দানে মমতা

Last Updated:

গোয়ায় মমতার (Mamata Banerjee in Goa) সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে (Mamata Banerjee in Goa)৷

গোয়া পৌঁছনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-Twitter/TMC
গোয়া পৌঁছনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-Twitter/TMC
#পানাজি: বৃহস্পতিবার পানাজি পৌঁছেছিলেন৷ শুক্রবার থেকেই মিশন গোয়ায় নেমে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Schedule in Goa)৷ তৃণমূলের প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার দিনভর গোয়ায় ঠাসা কর্মসূচি রয়েছে মমতার৷ মৎস্যজীবীদের সঙ্গে দেখা করার পাশাপাশি গোয়ার নাগরিকল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি গোয়ার তিনটি মন্দিরও দর্শন করবেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee in Goa)৷
গোয়ায় মমতার (Mamata Banerjee in Goa) সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে৷ মাত্র মাসখানেক আগে গোয়ায় যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ ইতিমধ্যেই কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপি-কে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ মমতা গোয়ায় পা দেওয়ার পরই তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷ মমতার যাত্রাপথে জয় শ্রীরাম লেখা পোস্টার, হোর্ডিংও লাগিয়ে রাখা হয়৷ যদিও তৃণমূল শিবির এতে নিজেদেরই জয় দেখছে৷ দলের নেতারা বলছেন, মমতার গোয়া সফরে যে বিজেপি ভয় পেয়েছে, এসব তারই প্রমাণ৷
advertisement
advertisement
তৃণমূলের দেওয়া তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল দশটায় প্রথমে গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর বেলা বারোটায় পানাজির বেতিমে গোয়ায় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে কথা বলবেন তৃণমূলনেত্রী৷ গোয়ার মানুষের একটা বড় অংশই মাছ ধরা এবং বিক্রির সঙ্গে যুক্ত৷ ফলে তাঁদের সমস্যা এবং দাবির কথা মমতা নিজে কথা বলে জেনে নিতে চান৷ এর পর বেলা একটায় সাংবাদিক বৈঠক করার কথা তৃণমূলনেত্রীর৷
advertisement
এ দিন বিকেলে পর পর তিনটি মন্দিরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বিকেল সাড়ে তিনটেয় পোঙ্গার মাঙ্গুয়েসি মন্দিরে যাবেন মমতা৷ এর পর শ্রী মহলসা নারায়ণী মন্দির এবং তপভূমি মন্দিরেও যাবেন তিনি৷ সন্ধ্যা ৫.৪৫ মিনিটে মমতা গোয়ার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন৷
তিন দিন গোয়ায় থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তৃণমূলনেত্রীর সফরের মধ্যেই আরও নামজাদা বেশ কয়েকজন ব্যক্তিত্ব গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন৷ যদিও এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ অন্যদিকে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গেও মমতার কথা হতে পারে বলে শোনা গিয়েছিল৷ কিন্তু সেই বৈঠক হওয়ার সম্ভাবনা ক্ষীণ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Goa: মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ থেকে মন্দির দর্শন, গোয়ায় আজ থেকেই ময়দানে মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement