SpiceJet Flight Windshield Cracks: আকাশে ২৩,০০০ ফুট উচ্চতায় বিমানের জানলায় ফাটল! জরুরি অবতরণ স্পাইসজেটের

Last Updated:

SpiceJet Technical Glitch: কান্ডলা-মুম্বই বিমানটি তখন আকাশে ২৩,০০০ ফুট উচ্চতায়। উইন্ডশিল্ডের বাইরের ফাটল দেখতে পাওয়া যায় সেই মুহূর্তে।

Spicejet Flight Wind Shield
Spicejet Flight Wind Shield
#মুম্বই: মাঝ আকাশে বিমানের জানলায় ফাটল! মঙ্গলবার ভয়াবহ এই ঘটনা নজরে আসতেই স্পাইসজেটের কান্ডলা-মুম্বই বিমানের জরুরি অবতরণ ঘটানো হল মহারাষ্ট্রের রাজধানী শহরে। মাঝ আকাশে থাকাকালীনই বিমানের বাইরের উইন্ডশিল্ডে ফাটল লক্ষ্য করা যায়। বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন বলেই জানা গিয়েছে। এটি একই দিনে ঘটা দ্বিতীয় ঘটনা। প্রথমটিতে জ্বালানি সূচকের ত্রুটির কারণে স্পাইসজেটের দিল্লি-দুবাই বিমানটিকে পাকিস্তানের করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়।
কান্ডলা-মুম্বই বিমানটি তখন আকাশে ২৩,০০০ ফুট উচ্চতায়। উইন্ডশিল্ডের বাইরের ফাটল দেখতে পাওয়া যায় সেই মুহূর্তে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) আধিকারিকদের মতে, পাইলটরা তখনই মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন।
advertisement
একটি বিবৃতি জারি করে স্পাইসজেটের মুখপাত্র বলেন, “৫ জুলাই, ২০২২, স্পাইসজেট Q400 বিমানটি এসজি 3324 (কান্ডলা-মুম্বই) পরিচালনা করছিল। FL230-এ P2 পাশের উইন্ডশিল্ডের বাইরে ফাটল দেখা যায়। তবে চাপ স্বাভাবিকই ছিল। বিমানটি নিরাপদে মুম্বইয়ে অবতরণ করেছে।” গত ১৭ দিনে স্পাইসজেট বিমানে প্রযুক্তিগত ত্রুটির এটি অন্তত সপ্তম ঘটনা।
advertisement
এদিনই, জ্বালানি সূচক ঠিকঠাক কাজ না করায় স্পাইসজেট এয়ারলাইন্সের দিল্লি-দুবাই বিমানটি করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়, জানিয়েছেন বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর কর্মকর্তারা। মাঝ আকাশেই বোয়িং 737 ম্যাক্স বিমানটির বাঁদিকে ট্যাঙ্কে জ্বালানির পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যেতে দেখা দেয়। ডিজিসিএ আগের পাঁচটি ঘটনার পাশাপাশি মঙ্গলবার ঘটে যাওয়া দু’টি ঘটনার তদন্ত করছে।
advertisement
গত ১৯ জুন থেকে, স্পাইসজেট বিমানে এমন ছয়টি ঘটনা ঘটেছে। ১৯ জুন, ১৮৫ জন যাত্রীসহ স্পাইসজেটের দিল্লিগামী বিমানের একটি ইঞ্জিনে পটনা বিমানবন্দর থেকে ওড়ার পরেই আগুন ধরে যায় এবং কয়েক মিনিট পরে বিমানটি জরুরি অবতরণ করে। পাখির ধাক্কায় ইঞ্জিন বিকল হয়ে যায়।
১৯ জুন আরেকটি ঘটনায় কেবিনের চাপের কারণে জবলপুরগামী একটি বিমানকে দিল্লিতে ফিরতে হয়। ২৪ জুন এবং ২৫ জুন দু’টি পৃথক বিমানে ফিউসেলেজ দরজার সতর্কবার্তা জ্বলে ওঠে। যার ফলে বিমানের যাত্রা বাতিল করতে হয়।
advertisement
২ জুলাই ৫,০০০ ফুট উচ্চতায় স্পাইসজেটের একটি জবলপুরগামী বিমানের কেবিনে ধোঁয়া দেখা দেয়। বিমানটি দিল্লিতে ফিরে আসে। উল্লেখ্য, স্পাইসজেট গত তিন বছর ধরে লোকসানে করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SpiceJet Flight Windshield Cracks: আকাশে ২৩,০০০ ফুট উচ্চতায় বিমানের জানলায় ফাটল! জরুরি অবতরণ স্পাইসজেটের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement