৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর ক্ষতবিক্ষত যৌনাঙ্গ, ‘শিকার’-এর দেহ থেকে ফিনকি দেওয়া রক্ত তৃপ্তি দেয় কেরলের জোড়া নরবলিকাণ্ডে অভিযুক্ত রশিদকে

Last Updated:

Keral Human Sacrifice: কর্মক্ষেত্রই ছিল তার শিকারভূমি৷ নিশানায় ছিল অসহায় মহিলারা,যাদের সঙ্গে পরিবার বিশেষ যোগাযোগ রাখে না৷

রশিদের নামে এর আগেও নানা অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে
রশিদের নামে এর আগেও নানা অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে
মহম্মদ শফি ওরফে রশিদ৷ কেরলের এলানথুরের জোড়া নরবলিকাণ্ডে প্রধান অভিযুক্ত৷ তার জীবনের রক্তাক্ত গতিপথ দুর্বল হৃদয়দের জন্য নয়৷ শিউর উঠছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরাও৷ আদতে এর্নাকুলাম জেলার পেরাম্বাভুর এলাকার বাসিন্দা রশিদের স্কুলের গণ্ডি থেমে গিয়েছে ষষ্ঠ শ্রেণিতেই৷ গাড়িচালক থেকে সারাইকর্মী-নানা পেশায় দেখা দিয়েছে দুই কন্যাসন্তানের বাবা রশিদকে৷ বর্তমানে কোচিতে একটি মধ্যমানের হোটেল চালাচ্ছিল সে৷ কর্মক্ষেত্রই ছিল তার শিকারভূমি৷ নিশানায় ছিল অসহায় মহিলারা,যাদের সঙ্গে পরিবার বিশেষ যোগাযোগ রাখে না৷
রশিদের নামে এর আগেও নানা অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে৷ ২০২০ সালে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে৷ সে সময় ট্রাকচালকের কাজ করত ৩ বছর বয়সি এক নাতনির দাদু, রশিদ৷ সেই মামলা এখনও চলছে৷ অভিযোগ, ৭৫ বছর বয়সি বৃদ্ধাকে নশংস ভাবে ধর্ষণ করে রশিদ৷ বৃদ্ধার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে দিয়েছিল ছুরির আঘাতে৷ সেই একইরকম আঘাত ও ক্ষতচিহ্ন লক্ষ করা গিয়েছে জোড়া নরবলিকাণ্ডে নিহত দুই মহিলার দেহেও৷ জানিয়েছেন কোচির পুলিশ কমিশনার এইচ নাগারাজু৷
advertisement
বুধবার সংবাদমাধ্যমের কাছে জোড়া নরবলিকাণ্ড নিয়ে বিশদে কথা বলেন নাগারাজু৷ তাঁর কথায়, ‘‘এটা এখন প্রমাণিত যে শফি একজন সাইকোপ্যাথ এবং বিকৃতকাম৷ যৌন পরিতৃপ্তি পেতে সে খুন করতেও পিছপা হত না৷ একটা জাল ফেসবুক অ্যাকাউন্ট আছে তার৷ সেখানে বলেছে অর্থকষ্টে পড়লে তার সঙ্গে যোগাযোগ করতে৷ সে সাহায্য করবে৷ এভাবেই ঘাতক দম্পতি ভগবল সিং ও তাঁর স্ত্রী লায়লার সঙ্গে বন্ধুত্ব করে সে৷ তাদের বিশ্বাস অর্জন করে ফাঁদে ফেলতে সময় লাগে তিন বছর৷ ’’ তদন্তকারী পুলিশ আধিকারিকদের মত, শিকার করা নারীদেহ থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে দেখলে উত্তেজিত হয়ে পড়ত রশিদ৷ তদন্তে জানা গিয়েছে রশিদ তার জাল ফেসবুক অ্যাকাউন্টে ছিল নারী পরিচয়ে, নাম নিয়েছিল ‘শ্রীদেবী’৷
advertisement
advertisement
আরও পড়ুন : গুজরাতে নরবলি! সংসারে অর্থসম্পদ বৃদ্ধির উদ্দেশে নবরাত্রিতে কিশোরী কন্যাকে ‘উৎসর্গ’ বাবা মায়ের
পুলিশি জেরায় লায়লা জানিয়েছে তার স্বামীর সামনেই রশিদ তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল৷ সে সময় লায়লার স্বামী ভগবলের দু’ হাত নাকি বাঁধা থাকত৷ নরবলিকাণ্ডে নিহত দুই মহিলার দেহ থেকে মাংস কেটে রান্না করেও খেতে বাধ্য করেছিল রশিদ৷ বলেছিল এ সবই নাকি ‘রীতি’র অংশ৷ ইদানীং সে ভয় পেত ভগবল সব কথা বাইরে ফাঁস করে দেবে৷ তাই লায়লার সঙ্গে পরিকল্পনা করেছিল ভগবলকে সরিয়ে দেওয়ার৷ এ সবই উঠে এসেছে দীর্ঘ পুলিশি জেরায়৷
advertisement
আরও পড়ুন :  নাবালক সহপাঠীকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা কলেজছাত্রী
নিজেদের ভাগ্য ফেরাতে মরিয়া দম্পতি ভগবল ও লায়লা নরবলিতে রাজি হয়েছিল রশিদের কথায়৷ তাদের নরবলি দেওয়ার জন্য ‘শিকার’ ধরেছিল রশিদই৷ অভিযোগ, টাকা পয়সার লোভ দেখিয়ে অপহরণ করে বন্দি করে রেখেছিল রোসেলিন ও পদ্মাকে৷ দুই মধ্যবয়সির হাত পা বেঁধে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়৷ কেটে ফেলা হয় তাঁদের স্তন৷ নিথর শরীর রক্তশূন্য হয়ে যাওয়ার পর টুকরো টুকরো করে ফেলা হয়৷ পুলিশের সন্দেহ, সেই মাংসই খেয়েছিল ঘাতক স্বামী-স্ত্রী৷ এর পর মৃতাদের দেহের বাকি অংশ পুঁতে ফেলা হয়৷ ধারণা পুলিশের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর ক্ষতবিক্ষত যৌনাঙ্গ, ‘শিকার’-এর দেহ থেকে ফিনকি দেওয়া রক্ত তৃপ্তি দেয় কেরলের জোড়া নরবলিকাণ্ডে অভিযুক্ত রশিদকে
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement