গুজরাতে নরবলি! সংসারে অর্থসম্পদ বৃদ্ধির উদ্দেশে নবরাত্রিতে কিশোরী কন্যাকে ‘উৎসর্গ’ বাবা মায়ের

Last Updated:

Gujarat Human Sacrifice: গ্রামবাসীদের অভিযোগ, মাঝরাতে বলি দেওয়ার পর পরিবারের খামারবাড়ি লাগোয়া জমিতে দাহ করা হয় কিশোরীকে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আমদাবাদ : কেরলের পর এ বার নরবলির অভিযোগ গুজরাতে৷ গির সোমনাথ জেলার ধারা গির গ্রামের এক পরিবারের বিরুদ্ধে নৃশংস অভিযোগ উঠল৷ অভিযোগ, ওই পরিবারের ১৪ বছরের কিশোরীকে নবরাত্রিতে বলি দেওয়া হয়েছে, সংসারের মঙ্গলকামনায়৷ গ্রামবাসীদের অভিযোগ নবরাত্রি চলাকালীন গত ৩ অক্টোবর ওই পরিবার তাঁদের কন্যাসন্তানকে উৎসর্গ করেছে দেবতার পায়ে৷ কারণ তাদের বিশ্বাস ছিল, এতে পরিবারে অর্থ ও ধনসম্পদ বৃদ্ধি পাবে৷ এই রহস্যজনক মৃত্যু পঞ্চায়েতে নথিভুক্ত করানোও হয়নি৷ গ্রামবাসীদের অভিযোগ, মাঝরাতে বলি দেওয়ার পর পরিবারের খামারবাড়ি লাগোয়া জমিতে দাহ করা হয় কিশোরীকে৷
গির সোমনাথ জেলার পুলিশ সুপার মনোহর সিং জাদেজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন কিশোরীর রহস্যমৃত্যুতে অভিযুক্ত তার বাবা মা৷ অভিযুক্তদের খামাবাড়ি থেকে ছাইয়ের নমুনা সংগ্রহ করেছে পুলিশ৷ করা হবে ফরেন্সিক পরীক্ষা৷ পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, জেরার সময় মৃত কিশোরীর বাবা ভবেশ আকাবারি বার বার তাঁর বয়ান পরিবর্তন করেছেন ৷ পুলিশ জানিয়েছে ফরেন্সিক পরীক্ষার ফল এলে এই ঘটনায় অনেক ধোঁয়াশা দূর হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  ব্ল্যাক ম্যাজিক! পর পর 'মহিলা বলি'! রান্না করে মাংস খাওয়ার নিদান! নৃশংসতায় ফুঁসছে দেশ
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৬ মাস আগেও সুরাতে থেকে ওই কিশোরী পড়াশোনা করত৷ ওই শহরে ভবেশের ব্যবসাও ছিল৷ পরে অজ্ঞাত কারণে মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে গ্রামে নিয়ে চলে আসেন ভবেশ৷ গ্রামে আনার পর মেয়েকে তিনি রেখেছিলেন খামারবাড়িতেই৷ গ্রামবাসীদের অভিযোগ, ওই আস্তানাতেই গত ৩ অক্টোবর বলি দেওয়া হয় কিশোরীকে৷ তার বাবা মায়ের বিশ্বাস ছিল, তাদের কন্যাসন্তান আবার বেঁচে উঠবে৷ সেই আশায় চার দিন ধরে মেয়ের দেহ সৎকার না করে রেখে দেওয়া হয়েছিল৷ শেষে আর কোনও আশা নেই বুঝে অল্প কয়েক জন পরিজনের উপস্থিতিতে দাহ করা হয় কিশোরীকে৷ এই সব ঘটনাপ্রবাহে সন্দেহ তীব্র হয় গ্রামবাসীদের৷ তার পরই তাঁরা পুলিশে খবর দেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে নরবলি! সংসারে অর্থসম্পদ বৃদ্ধির উদ্দেশে নবরাত্রিতে কিশোরী কন্যাকে ‘উৎসর্গ’ বাবা মায়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement