নাবালক সহপাঠীকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা কলেজছাত্রী

Last Updated:

Tamilnadu Arrest: চলতি বছরের এপ্রিল মাসে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ পরে জানা যায় ওই কিশোর রয়েছে অভিযুক্ত কলেজছাত্রীর সঙ্গেই

সালেম : ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা তরুণীকে গ্রেফতার করা হল তামিলনাড়ুর সালেমে৷ এই কলেজছাত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর নাবালক সহপাঠীকে বিয়ে করেছেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নাবালক কিশোরের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে সে চলতি বছরের এপ্রিল মাসে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ পরে জানা যায় ওই কিশোর রয়েছে অভিযুক্ত কলেজছাত্রীর সঙ্গেই৷ তার অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ এবং খুঁজে বার করে ওই তরুণকে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হবে৷ তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে৷ সালেম শহরের পুলিশ কমিশনার জানিয়েছেন ওই কিশোরীকে জুডিশিয়াল কাস্টডিতে রাখা হয়েছে৷ অন্য একটি ঘটনায় তামিলনাড়ুরই কাড্ডালোর জেলায় ১৭ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে অভিযোগ, ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করার৷
advertisement
advertisement
আরও পড়ুন :  বড়লোক হতে গেলে দিতে হবে বলি! তাই দম্পতি অপহরণ করে দুই লটারি বিক্রেতা মহিলাকে
প্রসঙ্গত বাসস্ট্যান্ডে ওই কিশোরীর গলায় কিশোরের মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে পড়ে৷ তার পরই গ্রেফতার করা হয় কিশোরকে৷ আপাতত সরকারি হোমে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ তার বিরুদ্ধেও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগ ওই কিশোর এবং কিশোরীর মধ্যে শারীরিক সম্পর্ক ছিল৷ তার ডাক্তারি পরীক্ষা করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাবালক সহপাঠীকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা কলেজছাত্রী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement