নাবালক সহপাঠীকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা কলেজছাত্রী

Last Updated:

Tamilnadu Arrest: চলতি বছরের এপ্রিল মাসে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ পরে জানা যায় ওই কিশোর রয়েছে অভিযুক্ত কলেজছাত্রীর সঙ্গেই

সালেম : ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা তরুণীকে গ্রেফতার করা হল তামিলনাড়ুর সালেমে৷ এই কলেজছাত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর নাবালক সহপাঠীকে বিয়ে করেছেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নাবালক কিশোরের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে সে চলতি বছরের এপ্রিল মাসে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ পরে জানা যায় ওই কিশোর রয়েছে অভিযুক্ত কলেজছাত্রীর সঙ্গেই৷ তার অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ এবং খুঁজে বার করে ওই তরুণকে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হবে৷ তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে৷ সালেম শহরের পুলিশ কমিশনার জানিয়েছেন ওই কিশোরীকে জুডিশিয়াল কাস্টডিতে রাখা হয়েছে৷ অন্য একটি ঘটনায় তামিলনাড়ুরই কাড্ডালোর জেলায় ১৭ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে অভিযোগ, ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করার৷
advertisement
advertisement
আরও পড়ুন :  বড়লোক হতে গেলে দিতে হবে বলি! তাই দম্পতি অপহরণ করে দুই লটারি বিক্রেতা মহিলাকে
প্রসঙ্গত বাসস্ট্যান্ডে ওই কিশোরীর গলায় কিশোরের মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে পড়ে৷ তার পরই গ্রেফতার করা হয় কিশোরকে৷ আপাতত সরকারি হোমে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ তার বিরুদ্ধেও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগ ওই কিশোর এবং কিশোরীর মধ্যে শারীরিক সম্পর্ক ছিল৷ তার ডাক্তারি পরীক্ষা করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাবালক সহপাঠীকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা কলেজছাত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement