বড়লোক হতে গেলে দিতে হবে বলি! তাই দম্পতি অপহরণ করে দুই লটারি বিক্রেতা মহিলাকে, তারপর...

Last Updated:
পিনারাই বিজয়ন জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে সব নিয়ম মেনে কাজ করা হবে৷ পাশাপাশি আইনি প্রক্রিয়াও চালু থাকবে৷ 
1/4
#তিরুবনন্তপুরম:কেরলের এর্নাকুলাম জেলায় ২ মহিলাকে এক দম্পতি ফুসলিয়ে ‘জাদু টোনা’ করে বড়লোক হওয়ার চক্করে একেবারে মেরে ফেলল৷ তাদের মেরে ফেলার পর তাদের শব মাটিতে পুঁতে দেয়৷ পুলিশ মঙ্গলবার এই খবর দিয়েছে৷ লটারি বিক্রির দুই মহিলাকে হত্যা করে শবদেহ পঠানমথিট্টা জেলার এলংথুর গ্রামে মাটিতে পুঁতে দেওয়া হয়৷ পুলিশ দুটি মানুষকে ‘মানব বলি’-র আরোপ দেন৷ এখন অবধি তিন জনকে গ্রেফতার করা হয়েছে৷
#তিরুবনন্তপুরম:কেরলের এর্নাকুলাম জেলায় ২ মহিলাকে এক দম্পতি ফুসলিয়ে ‘জাদু টোনা’ করে বড়লোক হওয়ার চক্করে একেবারে মেরে ফেলল৷ তাদের মেরে ফেলার পর তাদের শব মাটিতে পুঁতে দেয়৷ পুলিশ মঙ্গলবার এই খবর দিয়েছে৷ লটারি বিক্রির দুই মহিলাকে হত্যা করে শবদেহ পঠানমথিট্টা জেলার এলংথুর গ্রামে মাটিতে পুঁতে দেওয়া হয়৷ পুলিশ দুটি মানুষকে ‘মানব বলি’-র আরোপ দেন৷ এখন অবধি তিন জনকে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
2/4
নিউজ এজেন্সি এএনআই-র খবর অনুযায়ী এক খবরে পুলিশের নাগরাজু বলেন মৃত দুই মহিলাই লটারির টিকিট বেচতেন৷ তাদের হত্যা করার পর শব এক ঘরের মধ্যে মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হয়৷ যে মহিলা দুজনকে খুন করা হয় তাদের নাম পদ্মা ও রোজলি বলে জানা যাচ্ছে৷ পুলিশ এক দম্পতি বৈদ্যন ভগবল সিং এবং লায়লা এক এজেন্ট শিহাবকে গ্রেফতার করা হয়েছে৷ Photo-ANI 
নিউজ এজেন্সি এএনআই-র খবর অনুযায়ী এক খবরে পুলিশের নাগরাজু বলেন মৃত দুই মহিলাই লটারির টিকিট বেচতেন৷ তাদের হত্যা করার পর শব এক ঘরের মধ্যে মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হয়৷ যে মহিলা দুজনকে খুন করা হয় তাদের নাম পদ্মা ও রোজলি বলে জানা যাচ্ছে৷ পুলিশ এক দম্পতি বৈদ্যন ভগবল সিং এবং লায়লা এক এজেন্ট শিহাবকে গ্রেফতার করা হয়েছে৷ Photo-ANI 
advertisement
3/4
এই ঘটনায় শিহাবই নাকি মুখ্য চক্রান্তকারী৷ সে ফেসবুকে একটি অ্যাকাউন্ট বানিয়েছিল৷ প্রথমে তিরুবল্লার ভগবল সিংয়ের সঙ্গে দেখা করেন৷ তিনি মৌখিকভাবে ফেসবুক মাধ্যম থেকে ভগবল সিকে প্রচুর ধনী বানানোর লোভ দেখান৷ সেখানে সে বলি দেওয়ার কথা বলে৷ এদিকে কাদবন্তরা পুলিশ হারিয়ে যাওয়া ব্যক্তিদের একটি মামলার তদন্ত করছিলেন৷ তখনই এই নৃশংস তথ্য সামনে আসে৷ পুলিশ বলেছেন অভিযুক্তরা জানিয়েছে তাদের অন্ধবিশ্বাসের জন্যেই এই ঘটনা ঘটেছে৷ Photo- Representative 
এই ঘটনায় শিহাবই নাকি মুখ্য চক্রান্তকারী৷ সে ফেসবুকে একটি অ্যাকাউন্ট বানিয়েছিল৷ প্রথমে তিরুবল্লার ভগবল সিংয়ের সঙ্গে দেখা করেন৷ তিনি মৌখিকভাবে ফেসবুক মাধ্যম থেকে ভগবল সিকে প্রচুর ধনী বানানোর লোভ দেখান৷ সেখানে সে বলি দেওয়ার কথা বলে৷ এদিকে কাদবন্তরা পুলিশ হারিয়ে যাওয়া ব্যক্তিদের একটি মামলার তদন্ত করছিলেন৷ তখনই এই নৃশংস তথ্য সামনে আসে৷ পুলিশ বলেছেন অভিযুক্তরা জানিয়েছে তাদের অন্ধবিশ্বাসের জন্যেই এই ঘটনা ঘটেছে৷ Photo- Representative 
advertisement
4/4
এই ঘটনা নিজের বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন দুই মহিলার গলা কেটে হত্যা করা হয়েছে৷ তারপর তাদের পুঁতে দেওয়া হয়৷ এটা এমন ঘটনা যা কেরলে ঘটবে বিশ্বাসই করা যায় না৷ যেখানে অন্ধবিশ্বাসে আর্থিক লাভ ওঠানোর কারণে দুই মহিলাকে অপহরণ করা হয়৷ পিনারাই বিজয়ন জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে সব নিয়ম মেনে কাজ করা হবে৷ পাশাপাশি আইনি প্রক্রিয়াও চালু থাকবে৷ Photo- Representative 
এই ঘটনা নিজের বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন দুই মহিলার গলা কেটে হত্যা করা হয়েছে৷ তারপর তাদের পুঁতে দেওয়া হয়৷ এটা এমন ঘটনা যা কেরলে ঘটবে বিশ্বাসই করা যায় না৷ যেখানে অন্ধবিশ্বাসে আর্থিক লাভ ওঠানোর কারণে দুই মহিলাকে অপহরণ করা হয়৷ পিনারাই বিজয়ন জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে সব নিয়ম মেনে কাজ করা হবে৷ পাশাপাশি আইনি প্রক্রিয়াও চালু থাকবে৷ Photo- Representative 
advertisement
advertisement
advertisement