Rahul Gandhi: 'ভারত জোড়ো যাত্রার সময়ে শুধু একটা নামই শুনতে পেয়েছি,' কেন্দ্রকে তোপ রাহুলের

Last Updated:

Rahul Gandhi: একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

রাহুল গান্ধি
রাহুল গান্ধি
নয়া দিল্লি: বাজেট অধিবেশনে উত্তপ্ত লোকসভা। এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন তিনি বলেন, "রাষ্ট্রপতির ভাষণে অগ্নিবীর সম্পর্কে একটি লাইনও বলা হয়নি। বেকারত্বের কথা ছিল না। মুদ্রাস্ফীতির কথা ছিল না, যা যাত্রায় শোনা গিয়েছিল, রাষ্ট্রপতির ভাষণে তা ছিল না।"
তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রার সময় হাঁটার সময় আমরা মানুষের কণ্ঠস্বর শুনেছিলাম এবং আমরা আমাদের কথা রেখেছিলাম। যাত্রায় আমরা শিশু, নারী, বৃদ্ধদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময়ে একটা নামই শুনতে পারছিলাম। সবাই আমার কাছে এসে সেই বিশেষ নামটা নিয়েই সবাই আমার কাছে এসে জিজ্ঞাসা করছিলেন।"
advertisement
advertisement
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "আমরা যুবকদের চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করেছি, অনেকে বলেছে যে তাঁরা বেকার। কৃষকরা প্রধানমন্ত্রী-বীমা প্রকল্পের অধীনে টাকা না পাওয়ার কথা বলেছিলেন, তাঁদের জমি কেড়ে নেওয়া হয়েছিল।"
রাহুল গান্ধী বলেন, "অগ্নিবীর হল আরএসএসের অ্যাজেন্ডা এবং রাষ্ট্রপতির ভাষণে মুদ্রাস্ফীতি শব্দটি উল্লেখ করা হয়নি। রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে নিয়ম পরিবর্তন করে আদানিকে ৬টি বিমানবন্দর দেওয়া হয়েছে।"
advertisement
রাহুল গান্ধীর এই অভিযোগের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 'আপনি এমন অভিযোগ করতে পারবেন না, নথি প্রমাণ দিতে হবে।' এর জবাবে রাহুল গান্ধি বলেন, 'আমি সব দেব।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'ভারত জোড়ো যাত্রার সময়ে শুধু একটা নামই শুনতে পেয়েছি,' কেন্দ্রকে তোপ রাহুলের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement