Rahul Gandhi: কাশ্মীরে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধি, নিশানা মোদি সরকারকে

Last Updated:

রাহুল গান্ধি বলেন, "কেন্দ্রীয় সরকারের তরফে বলা হচ্ছে, কাশ্মীরে শান্তি ফিরেছে, তাহলে জম্মু থেকে লাল চক পর্যন্ত কেন পদযাত্রা করছেন না স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ?" তাঁর অভিযোগ, কাশ্মীরবাসী কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এরজন্য রাজ্যের মর্যাদা ফেরানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার দাবি তোলেন তিনি।

লালচকে জাতীয় পতাকা তুললেন রাহুল গান্ধি, ছিলেন প্রিয়াঙ্কাও।
লালচকে জাতীয় পতাকা তুললেন রাহুল গান্ধি, ছিলেন প্রিয়াঙ্কাও।
নয়াদিল্লি: ঠিক ৭৫ বছর আগে জম্মু ও কাশ্মীরের লালচকে জাতীয় পতাকা তুলেছিলেন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। রবিবার সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি ঘোষণা করলেন রাহুল গান্ধি। সাংবাদিক সম্মেলন করে চিন থেকে শুরু করে কাশ্মীরে শান্তি ফেরানো নিয়ে মোদি সরকারের সমালোচনায় সরব হলেন তিনি।
রাহুল গান্ধি বলেন, "কেন্দ্রীয় সরকার বলছে, কাশ্মীরে শান্তি ফিরেছে, তাহলে জম্মু থেকে লালচক পর্যন্ত কেন পদযাত্রা করছেন না স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ?" তাঁর অভিযোগ, কাশ্মীরবাসী কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এর জন্য রাজ্যের মর্যাদা ফেরানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার দাবি তোলেন তিনি।
advertisement
advertisement
চিন প্রসঙ্গ তুলে রাহুল বলেছেন, দেশের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, ভারতের কোনও অংশ দখল করে নেই চিন, এটা মারাত্মক প্রবণতা। তিনি আরও বলেন, 'সম্প্রতি আমি কয়েকজন প্রাক্তন সেনা আধিকারিকের সঙ্গে কথা বলেছি। এমন কি, লাদাখের একটি প্রতিনিধি দল পর্যন্ত জানিয়েছে, ভারতীয় ভুখণ্ডের প্রায় ২ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চিন।'
advertisement
কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার সূচনা করে রাহুল গান্ধি ভালোবাসার বার্তা দেন। তিনি বলেন, 'ঘৃণা একদিন পরাজিত হবে, ভালবাসা জিতবে। ভারতে আশার নতু সূর্যোদয় হবে একদিন।' একইসঙ্গে সংঘ পরিবার এবং বিজেপির সমালোচনা করে তিনি বলেন, "আমাদের দেশের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার উপর আক্রমণ চালাচ্ছে আরএসএস এবং বিজেপি। সব জায়গায় এই হামলার চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। এখন সাংসদ হওয়ার কোনও অর্থই নেই।'
advertisement
বিজেপির পক্ষ থেকে অবশ্য রাহুল গান্ধির লাল চকে পতাকা তোলা নিয়ে কটাক্ষ করা হয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এর কৃতিত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিজেপি মুখপাত্র এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, 'রাহুল গান্ধি কীভাবে আজ শন্তিপূর্ণভাবে লালচকে জাতীয় পতাকা উত্তোলন করতে পারলেন? কারণ, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার করেছেন মোদিজি। তারপর সেখানে প্রচুর পর্যটকের সমাবেশ হয়েছে। কংগ্রেস আমলে জম্মু ও কাশ্মীরে ছিল শুধুই সন্ত্রাসের পরিবেশ ছিল।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: কাশ্মীরে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধি, নিশানা মোদি সরকারকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement