হোম /খবর /দেশ /
নিরাপত্তায় গলদের অভিযোগ কংগ্রেসের! কাশ্মীরে সাময়িক স্থগিত ভারত জোড়ো যাত্রা

Bharat Jodo Yatra: নিরাপত্তায় গলদের অভিযোগ কংগ্রেসের! কাশ্মীরে সাময়িক স্থগিত ভারত জোড়ো যাত্রা

রাহুল গান্ধি। ফাইল ছবি

রাহুল গান্ধি। ফাইল ছবি

Bharat Jodo Yatra: জম্মু-কাশ্মীরের কংগ্রেসের ইনচার্জ রাজনি পাটিল ট্যুইটারে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের প্রশাসককে নিশানা করেন।

  • Share this:

কাশ্মীর: নিরাপত্তা ত্রুটির অভিযোগ এনে কাশ্মীরের বানিহালে শুক্রবার ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখল কংগ্রেস। তাদের অভিযোগ, নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। তাই এই যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।

জম্মু-কাশ্মীরের কংগ্রেসের ইনচার্জ রাজনি পাটিল ট্যুইটারে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের প্রশাসককে নিশানা করেন। তাঁর অভিযোগ, সরকারের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি।

 

যদিও সরকারি সূত্র কংগ্রেসের তোলা অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে। সেখানে পাল্টা দাবি করা হচ্ছে, সহানুভূতি লাভের জন্য এমন দাবি করা হচ্ছে। বানিহালে রাহুল গান্ধির নেতৃত্বে থাকা ভারত জোড়ো যাত্রার মিছিলে সামিল হয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওরম আবদ্দুলা। পরে তাঁর দল ন্যাশনাল কনফারেন্স থেকে বলা হয়, ভারত তোড়ো যাত্রা রাহুল গান্ধির ইমেজ বৃদ্ধির জন্য নয় বরং দেশের জন্য আয়োজন করা হয়েছে। তাই জন্য তাদের নেতারা সামিল হয়েছেন।

সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে, ভারত জোড়ো যাত্রায় প্রথম দিন থেকেই সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আবেদন করলে আরও পুলিশ মোতায়েন করা হবে। যে অভিযোগ আনা হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তব থেকে অনেক দূরে।

আরও পড়ুন, রাজ্যে ফের অমিত শাহ! পঞ্চায়েত ভোটের আগে জোড়া সভার ইঙ্গিত কোথায় কোথায়?

আরও পড়ুন, রাজ্যপালের 'হাতেখড়ি' অনুষ্ঠান 'বয়কট' শুভেন্দুর! সোশ্যাল মিডিয়ায় লিখলেন কারণ...

খারাপ আবহাওয়া এবং জম্মু-কাশ্মীর জাতীয় সড়কের পাশে ধসের জেরে এর আগেও ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখা হয়েছিল। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল।

Published by:Suvam Mukherjee
First published: