Rahul Gandhi: 'আমার পূর্বপুরুষরা এখানকার, মনে হচ্ছে বাড়ি ফিরছি,' জম্মু-কাশ্মীরে বললেন রাহুল

Last Updated:

Rahul Gandhi: আগামী ৩০ তারিখ পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় জম্মু কাশ্মীর সফর করবেন রাহুল গান্ধি

রাহুল গান্ধি। ফাইল ছবি
রাহুল গান্ধি। ফাইল ছবি
লক্ষণপুর: কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা বৃহস্পতিবার জম্মুতে প্রবেশ করেছে। তার আগে পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা শেষ করেছেন রাহুল গান্ধি। আগামী ৩০ তারিখ পর্যন্ত জম্মু-কাশ্মীর সফর করবেন তিনি। সফর শুরুতে জম্মুর লক্ষণপুরে ভারত জোড় যাত্রার জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধি বলেন, "আমার পূর্বপুরুষরা এই ভূমির (জম্মু এবং কাশ্মীর) বাসিন্দা ছিলেন। মনে হচ্ছে আমি বাড়ি ফিরছি। একজন মানুষ যখন তার শিকড়ে ফিরে যায়, তখন সে নিজের এবং দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। আমি এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি। আমি জম্মু ও কাশ্মীরের মানুষের দুঃখ জানি।"
advertisement
advertisement
তিনি বলেন, "আমি জানি জম্মু-কাশ্মীরের মানুষ কতটা দুর্ভোগ পোহাতে হয়েছে। আমি মাথা নিচু করে তোমাদের কাছে এসেছি। আমাদের সামনে ঘৃণা, সহিংসতা, বেকারত্ব ও মূল্যবৃদ্ধি বড় সমস্যা। বলা হচ্ছে দুই ভারত তৈরি হচ্ছে। একটি ধনকুবেরদের ভারত এবং অন্যটি ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিকদের ভারত। এখানে বিজেপি এবং আরএসএস জনগণের পকেট কাটাতে ব্যস্ত। লাভবান হচ্ছেন কোটিপতিরা।"
advertisement
কংগ্রেস নেতা বলেন, "কৃষকদের বিরুদ্ধে তিনটি কালো আইন আনা হয়েছিল। জিএসটি-র মতো আইনের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের নির্মূল করা হয়েছে। কোটিপতি হলে জিএসটি নেই, ছোট ব্যবসায়ী বিক্রি করলে দুইটি জিএসটি।" রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা জম্মুর লখনপুর থেকে কাঠুয়া, হীরানগর, বানিহাল টানেল হয়ে কাশ্মীর উপত্যকায় যাবে। ৩০ জানুয়ারি শ্রীনগরে একটি বিশাল সমাবেশের মাধ্যমে কাশ্মীরের যাত্রা শেষ হবে।
advertisement
অন্যদিকে, রাহুল গান্ধির কাশ্মীর সফর ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। দেহরক্ষীদের পাশাপাশি সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশও মোতায়েন থাকবে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং মঙ্গলবার বলেছিলেন যে রাহুল গান্ধীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'আমার পূর্বপুরুষরা এখানকার, মনে হচ্ছে বাড়ি ফিরছি,' জম্মু-কাশ্মীরে বললেন রাহুল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement