Madhyamik 2023: বড় খবর! মাধ্যমিকের সময়সূচি বদল! মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! জানুন পরিবর্তিত রুটিন

Last Updated:

Madhyamik 2023: মাধ্যমিকের সূচির বদল ঘটাল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা বদলে নেওয়া হবে কোনদিন? দেখুন, পরিবর্তিত সূচি।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: মাধ্যমিকের সূচির বদল ঘটাল মধ্যশিক্ষা পর্ষদ। ২৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ১লা মার্চ। ওইদিন উপনির্বাচন পড়ায় পরীক্ষার দিন বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। আজ মধ্যশিক্ষা পর্ষদ একটি জরুরি বৈঠক করে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে। তারপরেই পরীক্ষার দিন বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পয়লা মার্চের পর ২ মার্চ পরীক্ষা রয়েছে মাধ্যমিকের। বিস্তারিত আছে।
প্রসঙ্গত, এ বছর ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন নির্ধারিত হয়। কিন্তু ওই একই দিনে সাগরদিঘী কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফলত নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা কীভাবে সম্ভব তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পর্ষদের আধিকারিকরা।
advertisement
advertisement
পাশাপাশি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে যান সাগরদিঘী অঞ্চলের অসংখ্য পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা। এরপরেই এই নিয়ে জরুরি বৈঠকে বসেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।
এই অবস্থায় পর্ষদ সূত্রে জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে। তাছাড়া সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2023: বড় খবর! মাধ্যমিকের সময়সূচি বদল! মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! জানুন পরিবর্তিত রুটিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement