Ferozepur News Today: ফিরোজপুরে পাকিস্তানের ড্রোন হামলা, দাউদাউ করে জ্বলছে বাড়ি, অগ্নিদগ্ধ একই পরিবারের ৩ জন, হাসপাতালে চিকিৎসাধীন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
India Pakistan, Ferozepur News Today: পঞ্জাবের ফিরোজপুরের খাই গ্রামে পাকিস্তানি ড্রোন হামলার ফলে একটি বাড়িতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ৩ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। পাকিস্তানি ড্রোন হামলায় বহু গাড়িও আগুনে জ্বলে পুড়ে যায়
পঞ্জাব: বৃহস্পতিবারের পরে শুক্রবারও ফের বিনা প্ররোচনায় ভারতে হামলা চালাল পাক সেনা। সন্ধে বাড়তেই ফের ভারতের তিন জায়গায় হামলা চালাল পাকিস্তান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জম্মু, সাম্বা এবং পাঠানকোটে ড্রোন হামলা চালিয়েছে পাক সেনা।
জানা যায়, পঞ্জাবের ফিরোজপুরের খাই গ্রামে পাকিস্তানি ড্রোন হামলার ফলে একটি বাড়িতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ৩ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। পাকিস্তানি ড্রোন হামলায় বহু গাড়িও আগুনে জ্বলে পুড়ে যায়।
advertisement
advertisement
হাসপাতালের চিকিৎসক ডা. কামাল বাগি জানান, “ড্রোন হামলায় কারণে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের সিংহভাগ পুড়ে গিয়েছে। বাকি দু’জনের আঘাত তুলনামূলক কম। দ্রুততার সঙ্গে তাঁদের চিকিৎসা শুরু করা হয়। তিনজনই একই পরিবারের সদস্য।”
শুক্রবার সন্ধ্যা হতেই ফের গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। ফের ‘ব্ল্যাকআউট’ জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইতিমধ্যে উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। অন্য দিকে, দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 10:46 PM IST