I would like to congratulate AAP for their victory in the Punjab elections. I assure all possible support from the Centre for Punjab’s welfare. @AamAadmiParty
শুধু বিরোধী আপকে নয়, যে পাঁচটি রাজ্যে ভোট হয়েছে সেখানকার দলীয় কর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন মোদি (PM Narendra Modi)। পৃথক একটি ট্যুইটে মোদি লিখেছেন, “যে পাঁচটি রাজ্যে ভোট হয়েছে সেখানে আমাদের দলীয় কর্মীরা জনগণের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছে। তারা আমাদের সুশাসনের কর্মসূচি সম্পর্কে কথা বলেছেন এবং আমাদের জনস্বার্থের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। আমি প্রতিটি দলীয় কর্মকর্তাকে তাঁদের ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।”
advertisement
In all the five states that went to the polls, our Party Karyakartas worked tirelessly among the people. They spoke about our good governance agenda and highlighted our pro-people efforts. I salute each and every Party Karyakarta for their exceptional efforts.
বিরোধী এবং দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। একটি ট্যুইট বার্তায় তিনি বলেন, “উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের মানুষ আমাদের ভালোবাসা ও স্নেহে ভরিয়ে দিয়েছেন। এই রাজ্যের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের দল এই আশীর্বাদকে মাথায় রাখবে এবং এই রাজ্যগুলির উন্নয়নের জন্য কাজ করে যাবে।”
advertisement
The people of UP, Uttarakhand, Goa and Manipur have showered @BJP4India will great affection. My gratitude to the people of these states. Our Party cherishes these blessings and will keep working for the development of these states.