Priyanka Gandhi Vadra: "আমাদের পরিশ্রমকে ভোটে রূপান্তরিত করতে পারিনি," উত্তরপ্রদেশে কংগ্রেসের ভরাডুবিতে আক্ষেপ প্রিয়াঙ্কা গান্ধির
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
UP Assembly Election Results 2022: প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ‘লড়কি হুঁ লড় সকতি হুঁ’ ক্যাচ লাইনের মাধ্যমে নারী-ভিত্তিক প্রচারে এই নির্বাচনে নেমেছিলেন।
#নয়াদিল্লি: চার বছর আগে ভাই রাহুল গান্ধি (Rahul Gandhi) ২০২২ সালের বিধানসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশে (UP Assembly Election Results 2022) কংগ্রেস দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব দিয়েছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi Vadra)। আর সেই নির্বাচনেই একেবারে ভরাডুবি কংগ্রেসের! কংগ্রেসের হাতে ছিল ৭ টি বিধানসভা আসন, যা কমে গিয়ে এবার ২। কেবলমাত্র পাঁচটি আসনই হারেনি কংগ্রেস, গতবারের থেকে ২.৫ শতাংশ ভোটও কম পেয়েছে এই দল। কংগ্রেসের এই হাল দেখে আম আদমি পার্টির একজন নেতার মন্তব্য, “এবার রাজনীতি করা ছেড়ে দেওয়াই উচিত কংগ্রেসের।” AAP পঞ্জাবকেও কংগ্রেসের (Priyanka Gandhi Vadra) হাত থেকে ছিনিয়ে নিয়েছে।
সন্ধ্যায় একাধিক ট্যুইট বার্তায় প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা (Priyanka Gandhi Vadra) বলেন, “কঠোর পরিশ্রমকে ভোটে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে আমাদের দল”। একটি ট্যুইটে প্রিয়াঙ্কা বলেন, “গণতন্ত্রে জনগণের ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কর্মী নেতারা কঠোর পরিশ্রম করেছেন, সংগঠন গড়েছেন, জনগণের সমস্যা নিয়ে লড়াই করেছেন। কিন্তু, আমরা আমাদের পরিশ্রমকে ভোটে রূপান্তরিত করতে পারিনি।”
advertisement
advertisement
দ্বিতীয় একটি পোস্টে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi Vadra) বলেন, কংগ্রেস “ইউপি এবং জনসাধারণের উন্নতির জন্য ইতিবাচক কর্মসূচি” অনুসরণ করছে এবং “সম্পূর্ণ দায়িত্ব সহকারে যুদ্ধের জন্য প্রস্তুত বিরোধীদের দায়িত্ব পালন করবে।”
প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ‘লড়কি হুঁ লড় সকতি হুঁ’ ক্যাচ লাইনের মাধ্যমে নারী-ভিত্তিক প্রচারে এই নির্বাচনে নেমেছিলেন। কিন্তু আজ, রাজ্যের মহিলাদের তাঁদের ভোটের জন্য ধন্যবাদ জানিয়েছে বিজেপি। বিজেপির ইঙ্গিত স্পষ্ট যে তারা মহিলাদের কল্যাণমূলক পরিকল্পনা এবং রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতির জন্য পদক্ষেপ করে মহিলাদের কৃতজ্ঞতা এবং আস্থা অর্জন করতে পেরেছে।
advertisement
নিজের বিজয়ী বক্তৃতায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) বলেন, “আমরা নারীদের ক্ষমতায়ন এবং তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছি। আমাদের প্রকল্পগুলি মহিলাদের ব্যবসা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। এতেই প্রমাণিত আমরা কী ধরনের কাজের জন্য দাঁড়িয়েছি এবং সেই কাজ করেও দেখিয়েছি। এবং আমরা এমনটা করতেই থাকব।”
advertisement
ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই নিজেদের ভরাডুবি দেখে দুঃখ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধির ভাই রাহুল গান্ধি। “জনগণের রায় মেনে নিন। যারা জিতেছেন তাঁদের জন্য শুভকামনা রইল। তাঁদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য সমস্ত কংগ্রেস কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আমরা এর থেকে শিক্ষা নেব এবং ভারতের জনগণের স্বার্থে কাজ করতে থাকব।” ট্যুইট করেছেন রাহুল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরে দলের শীর্ষ পদ থেকে পদত্যাগ করেন রাহুল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2022 9:37 PM IST