Punjab Election Result 2022: প্রথম নির্বাচনেই বাজি মাত! পঞ্জাবে মুখ্যমন্ত্রীকে হারালেন আপ প্রার্থী মোবাইল মেকানিক লাভ সিং উগোকে!

Last Updated:

Labh Singh Ugoke: প্রচার করতে গিয়ে মোটরসাইকেল বা পাবলিক বাসে করেই গ্রামে গ্রামে ঘুরেছেন লাভ সিং।

#পঞ্জাব: সারা দেশকে চমকে দিয়েছে পঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Election Result 2022) ফলাফল। পঞ্জাবে কংগ্রেস যে এতখানি পিছিয়ে থাকবে তা কেউ কল্পনাও করেনি। এবার পঞ্জাবে আম আদমি পার্টির (AAP) জয়জয়কার। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে আপ। পঞ্জাব নির্বাচনে (Punjab Election Result 2022) হেভিওয়েট প্রার্থী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi) পরাজিত হয়েছেন। যে দু’টি আসনে চরণজিৎ সিং চন্নি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন- চমকৌর সাহেব এবং ভাদৌর, দু’টিতেই হেরেছেন তিনি। ভাদৌর নির্বাচনী আসনে চন্নি হেরে গিয়েছেন পেশায় এক মোবাইল মেকানিকের কাছে! AAP-এর লাভ সং উগোকে (Labh Singh Ugoke) ভাদৌরে ৫৭,০০০ ভোট পেয়েছেন, চন্নি পেয়েছেন ২৩,০০০। চমকৌর সাহেবে চন্নি প্রায় ৫০,০০০ ভোট পেয়েছেন, অন্যদিকে AAP-এর নিকটতম সমনামী প্রতিদ্বন্দ্বী চরণজিৎ সিং ৫৪,০০০ ভোট পেয়েছেন। আপ প্রার্থী লাভ সিং উগোকের (Labh Singh Ugoke) উত্থান এই নির্বাচনের অন্যতম তাক লাগানো বিষয়!
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বার্নালা জেলার ভাদৌর আসনে আম আদমি পার্টির (এএপি) প্রার্থী লাভ সিং উগোকের কাছে হেরেছেন (Punjab Election Result 2022)। প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন লাভ সিং। নির্বাচনের আগে যে মানুষকে কেউই চিনতেন না সেই লাভ সিং উগোকে রাতারাতি সারা দেশের চর্চিত মুখ হয়ে উঠেছেন। লাভ সিংয়ের মা একটি সরকারি স্কুলের সাফাইকর্মী এবং বাবা ক্ষেতে শ্রমিক ও গাড়ি চালক হিসেবে কাজ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির বিরুদ্ধে প্রথম নির্বাচনেই (Punjab Election Result 2022) জয় লাভ করে এক ইতিহাস তৈরি করেছেন লাভ সিং (Labh Singh Ugoke)। প্রচার করতে গিয়ে মোটরসাইকেল বা পাবলিক বাসে করেই গ্রামে গ্রামে ঘুরেছেন লাভ সিং। বিধায়ক হওয়ার আগে তিনি ব্লক প্রধান ছিলেন। এরপর তাঁকে সার্কেল প্রধান করা হয়। লাভ সিংয়ের দ্বাদশ শ্রেণি অবধি পড়াশোনা করেছেন।
advertisement
advertisement
লাভ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি বলেন, “ভাদৌর থেকে যে লাভ সিং চরণজিৎ সিং চন্নি জিকে পরাজিত করেছেন তিনি একটি মোবাইল ফোন মেরামতির দোকানে কাজ করেন। একজন সাধারণ কর্মী জীবনজ্যোত কৌর সিধুজি এবং মাজিথিয়া দু’জনকেই পরাজিত করেছেন...আমরা ৭৫ বছর নষ্ট করেছি আরএখন সময় নষ্ট করবেন না।”
advertisement
কেজরিওয়াল বলেন, “মানুষ অনেক আশা জাগিয়েছে, আমাদের তা ভাঙতে দেওয়া উচিত নয়। আমি কর্মীদের বলতে চাই, গালির জবাব গালি দিয়ে হবে না। দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। ভালোবাসার রাজনীতি করতে হবে, সেবার রাজনীতি করতে হবে।” কেজরিওয়াল আশাবাদী যে, আগামী সময় ভারতের সময় হতে চলেছে। বিশ্বের এক নম্বর দেশ হওয়া থেকে ভারতকে কেউ আটকাতে পারবে না বলেই মনে করেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Election Result 2022: প্রথম নির্বাচনেই বাজি মাত! পঞ্জাবে মুখ্যমন্ত্রীকে হারালেন আপ প্রার্থী মোবাইল মেকানিক লাভ সিং উগোকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement