List of Loser CMs: ১ লাখ ভোটে জিতলেন যোগী, পঞ্জাবে হারলেন চান্নি, উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামি! কেন?

Last Updated:

Assembly Election Result 2022: যে দু’টি আসনে চরণজিৎ সিং চন্নি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন- চমকৌর সাহেব এবং ভাদৌর, দু’টিতেই হেরেছেন তিনি।

#নয়াদিল্লি: ফের একবার যোগীরাজ কায়েমের প্রস্তুতি নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh chief minister Yogi Adityanath)! যদিও অন্য নির্বাচনী রাজ্যের মুখ্যমন্ত্রীদের (List of Loser CMs) ভাগ্যে শিকে ছেঁড়েনি এবার। চলতি বছরের বিধানসভা নির্বাচনে (Assembly Election Results 2022) পরাজিত হেভিওয়েট প্রার্থী হলেন (List of Loser CMs) পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Punjab chief minister Charanjit Singh Channi)। ভাদৌর বিধানসভা আসন থেকে তাঁকে হারিয়েছেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রার্থী লাভ সিং উগোকে (Labh Singh Ugoke)। প্রকৃত অর্থেই একজন ‘আম আদমি’ লাভ সিং উগোকে। তাঁর বাবা একজন গাড়িচালক, মা সরকারি স্কুলে সাফাইকর্মী। রাজনীতিতে আসার আগে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ লাভ সিং নিজেও মোবাইল ফোন মেরামতির দোকান চালাতেন৷
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুরে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে ভোটগ্রহণ হয়েছে (Assembly Election Results 2022)। সর্বাধিক সাত দফায় ভোট হয়েছে উত্তরপ্রদেশে, মণিপুরে দুই দফায় এবং পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়াতে এক দফাতেই মিটেছে ভোটগ্রহণ (Assembly Election Results 2022) পর্ব।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে হেরেছেন যে মুখ্যমন্ত্রীরা:
advertisement
চরণজিৎ সিং চন্নি: কংগ্রেস ভেবেছিল দলিত মুখ্যমন্ত্রী হিসেবে ভোটের বাজি মাত করতে পারবেন চন্নি (Charanjit Singh Channi)। কিন্তু যে দু’টি আসনে চরণজিৎ সিং চন্নি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন- চমকৌর সাহেব এবং ভাদৌর, দু’টিতেই হেরেছেন (List of Loser CMs) তিনি। AAP-এর লাভ সং উগোকে ভাদৌরে ৫৭,০০০ ভোট পেয়েছেন, চন্নি পেয়েছেন ২৩,০০০। চমকৌর সাহেবে চন্নি প্রায় ৫০,০০০ ভোট পেয়েছেন অন্যদিকে AAP-এর নিকটতম সমনামী প্রতিদ্বন্দ্বী চরণজিৎ সিং ৫৪,০০০ ভোট পেয়েছেন।
advertisement
“আমি বিনয়ের সঙ্গে পঞ্জাবের জনগণের রায়কে গ্রহণ করছি এবং আম আদমি পার্টির বিজয়ের জন্য আর তাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জিকে অভিনন্দন জানাই। আমি আশা করি তারা জনগণের প্রত্যাশা পূরণ করবে,” ট্যুইট করেছেন চন্নি।
advertisement
নির্বাচনের (Assembly Election Results 2022) আগে, লাভ সিং উগোকের (Labh Singh Ugoke) অভিযোগ ছিল, “চন্নি নিজেকে একজন ‘আম আদমি’ হিসেবে উপস্থাপন করার যতই চেষ্টা করুন না কেন, কিন্তু তিনি তা নন। শুধু দলিত হওয়ার শংসাপত্র থাকলেই কাউকে ‘আম আদমি’ বলা যায় না। চন্নি সাব দলিত হলেও আম আদমি নন। তিনি রাজার মতো জীবনযাপন করছেন। তিনি নিজের কোটি টাকার সম্পত্তির ঘোষণা করেছেন।”
advertisement
পুষ্কর সিং ধামি: বিজেপি কংগ্রেসকে বিশাল ব্যবধানে পরাজিত করে উত্তরাখণ্ডে (Assembly Election Results 2022) ক্ষমতায় ফিরতে চলেছে। মজার বিষয় হল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Pushkar Singh Dhami) আশ্চর্যজনকভাবেই হেরে গিয়েছেন (List of Loser CMs) কংগ্রেসের কাছে। কংগ্রেসের ভুবন চন্দ্র কাপ্রি ৪৪,৪৭৯ টি ভোট পেয়ে খাটিমা বিধানসভা আসনে (Khatima assembly seat) জয়ী হয়েছেন। পুষ্কর ধামি পেয়েছেন ৩৭,২৫৪ টি ভোট। পুনঃনির্বাচিত হলে একটি অভিন্ন নাগরিক বিধির (ইউসিসি) খসড়া করার জন্য কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন পুষ্কর। রাজ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের ‘নিরাপত্তা’ এবং সীমান্ত দেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করেই এই সিদ্ধান্ত নেন পুষ্কর।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
List of Loser CMs: ১ লাখ ভোটে জিতলেন যোগী, পঞ্জাবে হারলেন চান্নি, উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামি! কেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement