UP Assembly Election Results 2022: জোট গড়েও হার অখিলেশের, যোগীকে 'গোরখপুরে ফেরত' পাঠাতে ব্যর্থ সমাজবাদী পার্টি

Last Updated:

SP Chief Akhilesh Yadav: এবার প্রথম বিধানসভা নির্বাচনে (UP Assembly Election Results 2022) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অখিলেশ।

#লখনউ: উত্তরপ্রদেশের মন জিততে কোনও কিছুই বাদ দেয়নি ভারতীয় জনতা পার্টি (BJP)। একের পর এক তারকাকে প্রচারে হাজির করেছে বিজেপি। কিন্তু উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Election Results 2022) অখিলেশ যাদব (Akhilesh Yadav) কার্যত সমাজবাদী পার্টির (Samajwadi Party) একমাত্র মুখ ছিলেন। ভোটের টিকিট বণ্টন থেকে শুরু করে জোট বাছাই পর্যন্ত এসপি সভাপতি অখিলেশ যেন ওয়ান ম্যান শো। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) থেকে বয়সে মাত্র এক বছরের ছোট অখিলেশ। আশা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে ‘গোরখপুরে ফেরত’ পাঠাতে পারবেন তিনি। তা মোটেও ঘটেনি এবং বিজেপি ফের গেরুয়া ঝড়ে উড়িয়ে দিয়েছে (UP Assembly Election Results 2022) এই রাজ্যকে। অখিলেশ যাদব লড়েছেন, কিন্তু বিজেপির ধারে কাছেও আসতে পারেনি সমাজবাদী পার্টি।
১৯৭৩ সালের ১ জুলাই সাইফাইতে জন্ম নেন অখিলেশ যাদব। ২০০০ সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি, কনৌজ থেকে লোকসভা উপনির্বাচনে জয়ী হন এবং এখন আজমগড়ের সাংসদ সমাজবাদী পার্টির এই নেতা। এবার প্রথম বিধানসভা নির্বাচনে (UP Assembly Election Results 2022) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অখিলেশ। বাবা মুলায়ম সিং যাদবের মইনপুরী সংসদীয় আসনের কারহাল থেকেই লড়ছিলেন অখিলেশ।
advertisement
advertisement
এসপি সভাপতি ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়েছিলেন এবং গত লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গেও জোট করেন অখিলেশ। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে (UP Assembly Election Results 2022) ছোট আঞ্চলিক দলগুলিকে নিয়ে একজোট হয়েছিল সমাজবাদী পার্টি। ২০১২ সালে, সপার যুব শাখার প্রধান অখিলেশ ৩৮ বছর বয়সে রাজ্যের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
advertisement
অখিলেশ যাদব “নয়ি হাওয়া হ্যায়, নয়ি সপা হ্যায়” স্লোগান নিয়ে ২০২২ সালের নির্বাচনী প্রচার শুরু করেন। বিরোধীদের অভিযোগ ছিল, সমাজবাদী পার্টির শাসনামলে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। সমাজবাদীদের ইমেজ রক্ষা করতেই ‘নয়ি সপা’কে মূলমন্ত্র ভেবেছিলেন অখিলেশ। নিজেকে ‘বাহুবলী’দের থেকেও দূরে সরিয়ে রেখেছিলেন অখিলেশ। ‘কুন্ডা কা গুন্ডা’ নামে পরিচিত রাজা ভাইয়া এবং মুখতার আনসারি মুলায়ম সিং যাদবের সময়ে সমাজবাদী দলের ঘনিষ্ঠ বলে মনে করা হত। কিন্তু অখিলেশ যাদব দলের ভাবমূর্তি সাফসুতরো রাখতে তাঁদের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। যদিও এতকিছুর পরেও শেষ রক্ষা হল না।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UP Assembly Election Results 2022: জোট গড়েও হার অখিলেশের, যোগীকে 'গোরখপুরে ফেরত' পাঠাতে ব্যর্থ সমাজবাদী পার্টি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement