UP Election Results 2022: ফের যোগীরাজ! উত্তরপ্রদেশে মহিলারা নিরাপদ, আর নেই দুর্নীতি, আদিত্যনাথকে অভিনন্দন হেমা মালিনীর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Yogi Adityanath in UP: ১৯৮৫ সালের পর এই প্রথম উত্তরপ্রদেশে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরল কোনও রাজনৈতিক দল।
#উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশে ব্যাপক জয়ের দিকে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি! বিধানসভা নির্বাচনে এই ঐতিহাসিক ফলাফলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (CM Yogi Adityanath) স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ এবং অভিনেত্রী হেমা মালিনী (BJP MP Hema Malini)৷ পাঁচ বছরের মেয়াদ শেষ করে ফের রাজ্যে ক্ষমতায় ফিরে আসা প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে চলেছেন যোগী আদিত্যনাথ। ১৯৮৫ সালের পর এই প্রথম উত্তরপ্রদেশে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরল কোনও রাজনৈতিক দল।
আরও পড়ুন-
CNN-News18-কে হেমা মালিনী বলেন, “এটা প্রত্যাশিতই ছিল কিন্তু মাঝে মাঝে মনে হয় যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। তাই আমি নিজেকে আটকে রেখেছিলাম কিন্তু এখন যখন সবটা জানাই গেছে, এ এক চমৎকার ব্যাপার। আমি খুব খুশি এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞ।”
advertisement
কোন ম্যাজিকে আদিত্যনাথের সরকার দ্বিতীয় দফাতেও ধরে রাখল যোগীরাজ? হেমা মালিনী বলেন, “মহিলাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। এটা সবচেয়ে উল্লেখযোগ্য কারণ। উত্তরপ্রদেশে আগে নারীরা নিরাপদ ছিল না। আমরা মহিলাদের প্রতি সব ধরনের নৃশংসতার কথা শুনেছি। আজ আর সেই নৃশংসতা নেই। কোনও দুর্নীতি নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। কৃষকরা খুবই খুশি। এছাড়াও, কোভিড-১৯ মহামারী চলাকালীন যখন সমগ্র দেশ অচলাবস্থার মধ্যে ছিল, যোগীজি ইউপিতে অত্যন্ত ভালোভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন।”
advertisement
বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party) এবং কংগ্রেস দুই রাজনৈতিক দলই একসময় এই রাজ্যের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু ভোটে আসন জয়ের বিষয়ে এককের ঘরে নেমে এসেছে তারা। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ছোতো দলগুলির সঙ্গে জোট করে যে চাল দিয়েছিল নির্বাচনের ময়দানে আখেরে তা ব্যুমেরাং হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও দ্বিতীয় স্থানে রয়েছে সপা, তবে ১৫০ আসনেও পৌঁছতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
advertisement
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির (এসপি) আসন সংখ্যা বাড়বে এমনই পূর্বাভাস দিয়েছিলেন অনেকে। মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং কংগ্রেসের জয়ের আশা বহুদিন থেকেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2022 3:51 PM IST