Ananat Ambani-Radhika Merchant Pre Wedding: চার নাতি-নাতনিকে নিয়ে আদরে বুঁদ! মুকেশ এবং নীতা আম্বানির এই ভিডিও হাসি ফোটাবেই

Last Updated:

Ananat Ambani-Radhika Merchant Pre Wedding: শুক্রবার ছিল অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠান। আর সেখানেই থাকল বিশেষ চমক। চার নাতি-নাতনিকে নিয়ে গানের একটি ভিডিও প্রকাশ্যে আনলেন মুকেশ এবং নীতা আম্বানি।

নয়াদিল্লি: তাঁদের সাফল্যের খতিয়ান নতুন করে তুলে ধরতে হয় না। একের পর এক মাইলফলক তৈরি করে যাওয়া আম্বানি পরিবার শুধু পেশাগত ক্ষেত্রেই নজর কাড়ে না, ব্যক্তিজীবনেও তাঁরা সমান সফল। সেই সাফল্যের দলিল হয়ে থেকে যায় তাঁদের উদযাপন।
আর কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আপাতত চলছে প্রাক-বিবাহ উৎসবের পালা। শুক্রবার ছিল অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠান। আর সেখানেই থাকল বিশেষ চমক। চার নাতি-নাতনিকে নিয়ে গানের একটি ভিডিও প্রকাশ্যে আনলেন মুকেশ এবং নীতা আম্বানি।
১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মচারী’ ছবির ‘ছক্কে মে ছক্কা’ গানে নাতি-নাতনিদের সঙ্গে একেবারে বলিউডি কায়দায় ধরা দিলেন মুকেশ এবং নীতা। সেই ভিডিওয় দেখা হুড খোলা গাড়ি চালাচ্ছেন মুকেশ। তাঁর পাশে সওয়ার নীতা। দু’জনের মুখেই উজ্জ্বল হাসি। পুরো গাড়ি সাজানো বর্ণিল সব বেলুন দিয়ে। চার নাতি-নাতনি পৃথিবী, আদিয়া, কৃষ্ণা, বেদার সঙ্গে হাসি আর আদরে বুঁদ তাঁরা।
advertisement
advertisement
গত বৃহস্পতিবার রাতেই নাতি অনন্ত এবং হবু নাত-বৌ রাধিকার জন্য চোখধাঁধানো ডান্ডিয়া নাইটের আয়োজন করেছিলেন স্বয়ং কোকিলাবেন আম্বানি। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবেরা। অতিথি তালিকায় ছিলেন বলিউড তারকারাও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ananat Ambani-Radhika Merchant Pre Wedding: চার নাতি-নাতনিকে নিয়ে আদরে বুঁদ! মুকেশ এবং নীতা আম্বানির এই ভিডিও হাসি ফোটাবেই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement