Anant Ambani and Radhika Merchant Wedding:নাতি অনন্তের জন্য 'ডান্ডিয়া নাইট'-এর আয়োজন কোকিলাবেন আম্বানির; রাজকীয় লেহেঙ্গায় অপরূপা রাধিকা

Last Updated:

অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবেরা। অতিথি তালিকায় ছিলেন শিখর এবং বীর পাহাড়িয়া-ও।

Anant Ambani and Radhika Merchant Wedding: Kokilaben Ambani Organises Special Dandiya Night for Grandson
Anant Ambani and Radhika Merchant Wedding: Kokilaben Ambani Organises Special Dandiya Night for Grandson
নয়াদিল্লি: আগামী ১২ জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বিবাহের আগে শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং রীতি উদযাপন। গত বৃহস্পতিবার রাতেই নাতি অনন্ত এবং হবু নাত-বৌ রাধিকার জন্য চোখধাঁধানো ডান্ডিয়া নাইটের আয়োজন করেছিলেন স্বয়ং কোকিলাবেন আম্বানি। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবেরা। অতিথি তালিকায় ছিলেন শিখর এবং বীর পাহাড়িয়াও। শুধু তা-ই নয়, এসেছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লরও। বি-টাউনের অন্দরে ফিসফাস, বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি ‘বিশেষ বন্ধুত্ব’ মানুশি-র।
প্রতিটি অনুষ্ঠানেই সাজগোজের দিক থেকে নজর কেড়েছেন হবু কনে রাধিকা মার্চেন্ট। বলাই বাহুল্য, তাঁর ফ্যাশন সেন্স অসাধারণ। ডান্ডিয়া নাইটেও এর ব্যতিক্রম হয়নি! একটি রাজকীয় বেগুনি লেহেঙ্গায় অপূর্ব দেখাচ্ছিল অনন্তের হবু স্ত্রী-কে। রাধিকার বেগুনি লেহেঙ্গা জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সুতোর সূক্ষ্ম কাজ। সব মিলিয়ে তাঁর পোশাকে উপচে পড়েছিল সৌন্দর্য এবং ঐতিহ্য। ফলে আলাদা ভাবেই সকলের নজর কেড়ে নিয়েছেন আম্বানি পরিবারের হবু পুত্রবধূ।
advertisement
এই পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে চুলে একটি পরিপাটি ছোট্ট খোঁপা বেঁধেছিলেন রাধিকা। সঙ্গে খোঁপায় জড়িয়ে নিয়েছিলেন সাদা গজরা। এখানেই শেষ নয়, পার্পল রঙা লেহঙ্গার সঙ্গে রাধিকা বেছে নিয়েছিলেন একটি ভারি কাজের হিরের চোকার। যা ছিমছাম হলেও নজর কাড়ার জন্য যথেষ্ট! সঙ্গে কানে ছিল মানানসই হিরের দুল।
advertisement
মেক-আপের বিষয়েও আলাদা করে বলার অপেক্ষা রাখে না! কারণ রাধিকা বরাবরই স্বল্প-ছিমছাম অথচ নিখুঁত মেক-আপ পছন্দ করেন। এবারেও তার অন্যথা হয়নি। কাজল কালো চোখের সঙ্গে ন্যুড লিপশেড,ছোট্ট কালো টিপ…ডান্ডিয়া নাইটে এক ঐশ্বরিক রূপে ধরা দিয়েছেন রাধিকা!
advertisement
ওই অনুষ্ঠানের যেসব ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, তা থেকে জানা যাচ্ছে যে, গরবা নাইটের জন্য অনুষ্ঠানস্থলকেও দারুণ ভাবে সাজানো হয়েছিল। আর তা সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি। সঙ্গে ছিল বিপুল পরিমাণে রঙবেরঙের ফুলের সাজ এবং চোখধাঁধানো উজ্জ্বল ঝাড়বাতিও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani and Radhika Merchant Wedding:নাতি অনন্তের জন্য 'ডান্ডিয়া নাইট'-এর আয়োজন কোকিলাবেন আম্বানির; রাজকীয় লেহেঙ্গায় অপরূপা রাধিকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement