Anant-Radhika Wedding: আগামী সপ্তাহেই বিয়ে, গান্ধিদের আমন্ত্রণ জানাতে ১০ জনপথে মুকেশ এবং অনন্ত
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Anant-Radhika Wedding: আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট।
নয়াদিল্লি: আগামী ১২ জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তার প্রাক্কালে বৃহস্পতিবার প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধির সঙ্গে তাঁর বাসভবন ১০ জনপথে গিয়ে দেখা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর তাঁর পুত্র অনন্ত আম্বানি। সূত্রের খবর, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আমন্ত্রণ পত্র দিতেই সেখানে গিয়েছিলেন মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানি।
আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে অনন্ত-রাধিকার বিয়ের আসর।
অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।
advertisement
advertisement
জামনগরে তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং ফেস্টিভিটি:
গত মার্চে গুজরাতের জামনগরে তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং উদযাপন হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন বিশ্ববরেণ্য অতিথিরা। এই তালিকায় ছিলেন মেটা-র প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং মাইক্রোসফটের বিল গেটস।
advertisement
এই ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল পপস্টার রিহানার পারফরম্যান্স। সেই সঙ্গে ছিল শাহরুখ খান এবং সলমন খানের মতো বলিউড তারকাদের পারফরম্যান্সও।
তিন দিনব্যাপী ওই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। ফলে ড্রেস কোড থাকছে ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ফলে থাকছে ‘জাঙ্গল ফিভার’ ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে রয়েছে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড হতে চলেছে ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড হল দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।
advertisement
অনন্ত-রাধিকা এবং তাঁদের সম্পর্ক:
সংবাদমাধ্যমের একাধিক রিপোর্টে দাবি যে, ছোটবেলা থেকেই বন্ধুত্ব অনন্ত এবং রাধিকার। তবে ২০১৮ সালে তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন সকলেই। আসলে তাঁদের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা যাচ্ছিল, একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন অনন্ত-রাধিকা। এরপরেই তাঁদের ভালবাসার কথা সর্বসমক্ষে চলে এসেছিল।
যদিও সেই সময় এই সম্পর্কের সীলমোহর দেননি রাধিকা কিংবা অনন্ত। তবে আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানগুলিতে দেখা মিলত রাধিকার। ২০১৮ সালে ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, এরপর ২০১৯ সালে আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার বিয়েতেও দেখা গিয়েছে রাধিকাকে।
advertisement
চলতি বছর জানুয়ারি মাসে এক পারিবারিক অনুষ্ঠানে আম্বানি পরিবারের মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলিয়াতে বাগদান সম্পন্ন হয় অনন্ত-রাধিকার। এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে এই জুটির রোকা হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন নীতা এবং মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি ডিভিশনের একজিকিউটিভ ইন-চার্জ তিনি। এর পাশাপাশি রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স এবং এই গ্রুপের টেলিকম ও ডিজিটাল ব্যবসা জিও প্ল্যাটফর্মসের বোর্ডেও রয়েছেন অনন্ত।
advertisement
এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট এবং অন্ত্রেপ্রেনর শৈলা মার্চেন্টের কনিষ্ঠ কন্যা রাধিকা মার্চেন্ট। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল এবং ইকোনমিকস স্নাতক তিনি। এখন এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাধিকা।
শুধুমাত্র ব্যবসার সাধনাতেই আটকে নেই রাধিকা। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভরতনাট্যম নৃত্যশিল্পী। মুম্বইয়ের শ্রী নিভা আর্টস ডান্স অ্যাকাডেমিতে গুরু ভবন ঠাকারের কাছে প্রশিক্ষণ নিয়েছেন রাধিকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 11:36 AM IST