Maharashtra BJP: 'এখন মুম্বই নয়', বিদ্রোহী বিধায়কের বার্তা বিজেপি প্রধানের! কারণ নিয়ে প্রবল গুঞ্জন মহারাষ্ট্রে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Maharashtra BJP: রাজনৈতিক মহল বলছে, বিদ্রোহী বিধায়কদের ফের ঘরে ফেরানোর চেষ্টা করতে পারে শিবসেনা। সেক্ষেত্রে তীরে এসে তরী ডুবতে পারে বিজেপির।
#মুম্বই: সরকারের গ্রহণযোগ্যতা প্রমাণে সুপ্রিম কোর্ট ফ্লোর টেস্টের পথ প্রশস্ত করার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব এবং আইন পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেন। নাম না নিয়ে বিদ্রোহী একনাথ শিন্ডেকে কটাক্ষ করেন সাংবাদিকদের উদ্ধব বলেন, “যারা অটোরিকশা, ঠেলাগাড়ি চালাত, আমরা তাঁদের সাংসদ, বিধায়ক বানিয়েছি। আমি যাদের সবকিছু দিয়েছি, তাঁরাই এমন করেছে।” এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই মহারাষ্ট্রে আস্থা ভোট হতে পারে। আর শুক্রবার নতুন সরকার গঠনও হতে পারে। এমন সময় বিদ্রোহী বিধায়কদের একেবারে নতুন মন্ত্রিসভা তৈরির দিন মুম্বইতে ফেরার আর্জি জানালেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল। তিনি বলেন, ''যে সব শিবসেনা বিধায়ক বৃহস্পতিবার মুম্বই আসার কথা ভাবছেন, আমি তাঁদের একেবারে শপথ গ্রহণের দিন আসার জন্য অনুরোধ করছি।''
রাজনৈতিক মহল বলছে, বিদ্রোহী বিধায়কদের ফের ঘরে ফেরানোর চেষ্টা করতে পারে শিবসেনা। সেক্ষেত্রে তীরে এসে তরী ডুবতে পারে বিজেপির। তাই আর কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় গেরুয়া শিবির। সেই কারণেই আগেভাগে বিদ্রোহী বিধায়কদের মুম্বইতে আসতে নিষেধ করছেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান।
advertisement
advertisement
এদিকে, ইস্তফা দিয়ে উদ্ধব ঠাকরে বলেছেন, “আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার জন্য অনুশোচনা করব না, আমি আবার নতুন শিবসেনা তৈরি করব। আমি এনসিপি এবং কংগ্রেসের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে তাঁরা আমাকে সমর্থন করেছেন।” শিবসেনা বিধায়ক অনিল পরব রাজ্যপালের কাছে উদ্ধবের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সূত্রের খবর, ওই পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার আগেই উদ্ধব তাঁর পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। উদ্ধব জানিয়েছিলেন, তাঁর নিজের মানুষজনই তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
advertisement
এদিকে, বিজেপির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চন্দ্রকান্ত পাটিল জানান, পরবর্তী সব সিদ্ধান্ত বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফড়নবীশ এবং একনাথ শিন্ডে নেবেন। মহারাষ্ট্রে সংকটের কার্যত অবসান হল বুধবার রাতে। পদত্যাগ করলেন মহা-বিকাশ আগাড়ির মুখ্যমন্ত্রী। বুধবার রাতে সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়ে দেন উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। সেই মামলার নিরিখে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এনসিপির অনিল দেশমুখ ও নবাব মালিক বৃহস্পতিবারের আস্থা ভোটে ভোট দিতে পারবেন। পাশাপাশি, শিবসেনার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সরাসরি জানিয়ে দেয়, বৃহস্পতিবারই হবে আস্থা ভোট। তার পরেই রাত সাড়ে নটা নাগাদ উদ্ধব ঠাকরে জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 10:00 AM IST