পিটারকে ডিভোর্সের নোটিশ পাঠালেন ইন্দ্রাণী
Last Updated:
তবে কি দীর্ঘ বিবাহিত জীবনে ইতি পড়তে চলেছে এবার ? এক সঙ্গে দেড় দশকেরও বেশি সময়ে কাটানোর পরে শিনা বোরা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন পিটার মুখোপাধ্যায়কে ৷
#মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালেন স্বামী পিটার মুখোপাধ্যায়কে ৷ এক সঙ্গে দেড় দশকেরও বেশি সময় কাটানোর পরে তবে কি দীর্ঘ বিবাহিত জীবনে ইতি পড়তে চলেছে এবার ?
advertisement
শিনা বোরা হত্যাকাণ্ডে প্রকাশ্যে আসতেই দীর্ঘ ১৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে ৷ শিনা বোরা হত্যা কাণ্ডে ২০১৫ সালে ইন্দ্রাণী মুখোপাধ্যায় গ্রেফতার হন ৷ তার কয়েক মাস পরেই গ্রেফতার হন পিটার মুখোপাধ্যায় ৷ বর্তমানে তারা দু’জনেই শিনা বোরা হত্যা কাণ্ডে বিচরাধীন ৷ সূত্রের খবর, পিটার মুখোপাধ্যায় একাধিকবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি ইন্দ্রাণীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতেন চান না ৷
advertisement
দুপক্ষের মধ্যে বহুবার বিচ্ছেদর ইচ্ছা প্রকাশ করলেও এই প্রথম ইন্দ্রাণীর বিবাহ বিচ্ছেদের নোটিশ পৌছল পিটারের কাছে ৷ জানা গিয়েছে, ২৫ এপ্রিল ইন্দ্রাণীর আইনজীবী এডিথ দে কুরিয়ারের মাধ্যমে পিটারকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2018 2:06 PM IST