টিআরপির নিরিখে এই সপ্তাহের সেরা পাঁচ বাংলা ধারাবাহিক, দেখে নিন এক নজরে

Last Updated:

প্রতি বৃহস্পতিবার মানেই অপেক্ষার শেষ, জানতে পারা যায়, এই সপ্তাহে কোন কোন ধারাবাহিক টেলিভিশনের তাঁদের স্থান ধরে রাখতে পারল না কি অন্য় কোনও ধারাবাহিক এন্ট্রি নিল এতদিন নো এন্ট্রিতে থাকা ৷ সপ্তাহের মত এই সপ্তাহেও বাংলা টেলিভিশনের সেরা পাঁচ ধারাবাহিকের স্থান যথাক্রমে দখল করেছে কে আপন কে পর, কুসুমদোলা, করুণাময়ী রাণী রাসমনি, সাত ভাই চম্পা, বকুলকথা ৷

#কলকাতা:  বৃহস্পতিবার মানেই অপেক্ষার শেষ ৷ এদিন জানা যায়  এই সপ্তাহে কোন কোন ধারাবাহিক টেলিভিশনে তাঁদের স্থান ধরে রাখতে পেরেছে আর কোন ধারাবাহিক নতুন এন্ট্রি নিল এই লিস্টে  ৷ গত কয়েক সপ্তাহের মত এই সপ্তাহেও বাংলা টেলিভিশনের সেরা পাঁচ ধারাবাহিকের স্থান দখল করে রেখেছে কে আপন কে পর, কুসুমদোলা, করুণাময়ী রাণী রাসমনি, সাত ভাই চম্পা, বকুলকথা ৷
এই সপ্তাহে টিআরপির নিরিখে প্রথম  স্থাবে  আপন কে পর,  ৷ CS 15+ শহরাঞ্চলে ৭.২  পেয়ে শীর্ষে রয়েছে কে আপন কে পর-এর    ৷ পরের স্থানেই ৬.৯ টিআরপি নিয়ে রয়েছে কুসুমদোলা, করুণাময়ী রাণী রাসমনি ৬.৫, বকুলকথা ৬.৪, সাত ভাই চম্পা ৬.১ ৷ গত কয়েক মাস ধরেই কে আপন কে পর, কুসুমদোলা, করুণাময়ী রাণী রাসমনির মধ্যে রীতিমত লড়াই চলছে এক নম্বর স্থানটি ধরে রাখার জন্য ৷
advertisement
advertisement
সেরার শিরোপাই নয় ৷ প্রিয় চরিত্রগুলি আজ দর্শকদের ভালবাসার চরিত্রে পরিণত হয়েছে ৷ সে কে আপন কে পরের পরম-জবা হোক বা কুসুমদোলার রণ-ইমন অথবা রাণী রাসমণি ৷ দিনের পর দিন জনপ্রিয়তার শীর্ষে থেকেই জয় করেছে মানুষের মন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টিআরপির নিরিখে এই সপ্তাহের সেরা পাঁচ বাংলা ধারাবাহিক, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement