টিআরপির নিরিখে এই সপ্তাহের সেরা পাঁচ বাংলা ধারাবাহিক, দেখে নিন এক নজরে

Last Updated:

প্রতি বৃহস্পতিবার মানেই অপেক্ষার শেষ, জানতে পারা যায়, এই সপ্তাহে কোন কোন ধারাবাহিক টেলিভিশনের তাঁদের স্থান ধরে রাখতে পারল না কি অন্য় কোনও ধারাবাহিক এন্ট্রি নিল এতদিন নো এন্ট্রিতে থাকা ৷ সপ্তাহের মত এই সপ্তাহেও বাংলা টেলিভিশনের সেরা পাঁচ ধারাবাহিকের স্থান যথাক্রমে দখল করেছে কে আপন কে পর, কুসুমদোলা, করুণাময়ী রাণী রাসমনি, সাত ভাই চম্পা, বকুলকথা ৷

#কলকাতা:  বৃহস্পতিবার মানেই অপেক্ষার শেষ ৷ এদিন জানা যায়  এই সপ্তাহে কোন কোন ধারাবাহিক টেলিভিশনে তাঁদের স্থান ধরে রাখতে পেরেছে আর কোন ধারাবাহিক নতুন এন্ট্রি নিল এই লিস্টে  ৷ গত কয়েক সপ্তাহের মত এই সপ্তাহেও বাংলা টেলিভিশনের সেরা পাঁচ ধারাবাহিকের স্থান দখল করে রেখেছে কে আপন কে পর, কুসুমদোলা, করুণাময়ী রাণী রাসমনি, সাত ভাই চম্পা, বকুলকথা ৷
এই সপ্তাহে টিআরপির নিরিখে প্রথম  স্থাবে  আপন কে পর,  ৷ CS 15+ শহরাঞ্চলে ৭.২  পেয়ে শীর্ষে রয়েছে কে আপন কে পর-এর    ৷ পরের স্থানেই ৬.৯ টিআরপি নিয়ে রয়েছে কুসুমদোলা, করুণাময়ী রাণী রাসমনি ৬.৫, বকুলকথা ৬.৪, সাত ভাই চম্পা ৬.১ ৷ গত কয়েক মাস ধরেই কে আপন কে পর, কুসুমদোলা, করুণাময়ী রাণী রাসমনির মধ্যে রীতিমত লড়াই চলছে এক নম্বর স্থানটি ধরে রাখার জন্য ৷
advertisement
advertisement
সেরার শিরোপাই নয় ৷ প্রিয় চরিত্রগুলি আজ দর্শকদের ভালবাসার চরিত্রে পরিণত হয়েছে ৷ সে কে আপন কে পরের পরম-জবা হোক বা কুসুমদোলার রণ-ইমন অথবা রাণী রাসমণি ৷ দিনের পর দিন জনপ্রিয়তার শীর্ষে থেকেই জয় করেছে মানুষের মন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
টিআরপির নিরিখে এই সপ্তাহের সেরা পাঁচ বাংলা ধারাবাহিক, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement