টেলিভিশনের হিট জুটি বিক্রম-ঐন্দ্রিলার কামব্য়াক, গুঞ্জন স্টুডিও পাড়ায় . . .

Last Updated:

কিছুদিন আগেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় তাঁর অভিনয় জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ৷ ২০১৭ খুব একটা ভাল কাটেনি, পথ দুর্ঘটনায় প্রাণ হারান বান্ধবী সোনিকা সিং চৌহান, গাড়ির চালকের আসনে ছিলেন বিক্রম ৷ সেই সময় থেকেই বিক্রমের অনুরাগীরা তাঁকে মিস করছিলেন ৷ আদৌ তিনি আর ফিরবেন কি না টেলিভিশনে ? কিন্তু সব গুঞ্জনকে মিথ্যা করে বিক্রম ফিরেছেন বাংলা টেলিভিশনে ৷

#কলকাতা: কিছুদিন আগেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় তাঁর অভিনয় জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ৷ ২০১৭ খুব একটা ভাল কাটেনি, পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বান্ধবী সোনিকা সিং চৌহানের ৷ সেই সময় থেকেই বিক্রমের অনুরাগীরা তাকে মিস করছিলেন ৷ আদৌ কি তিনি আর ফিরবেন টেলিভিশনে ? অবশেষে বাংলা টেলিভিশনে ফিরেছেন বিক্রম ৷ ঐন্দ্রিলার সঙ্গে জুটি বেঁধেই নতুন ধারাবাহিক 'ফাগুন বউ’তে ফিরলেন বিক্রম ৷
ছবি সৌজন্যে  ট্য়ুইটার ছবি সৌজন্যে ট্য়ুইটার
২০১০ এ ধারাবাহিক 'সাত পাকে বাঁধা' বিপুল জনপ্রিয় হয়েছিল, টিআরপির শীর্ষে থাকা ধারবাহিকটি আজও দর্শকের মন জুড়ে আছে ৷ মনে করা হচ্ছে সেই জনপ্রিয়তার রেশ ধরে রাখতেই আরও একবার বিক্রম ও ঐন্দ্রিলার উজ্জ্বল উপস্থিতি,  দর্শকদের  মিষ্টি মধুর কিছু মুহূর্ত উপহার দিতেই তাঁরা ফিরে এসেছেন ৷ স্বভাবতই প্রিয় তারকার প্রত্যাবর্তনে ফ্যানেরা অত্য়ন্ত খুশি ৷
advertisement
advertisement
তাঁদের নতুন ধারাবাহিকের প্রথম টিজার ইউটিউবে ছড়িয়ে পড়তেই নিমেষের মধ্যেই বাড়তে থাকে দর্শকের সংখ্যা ৷ এক সমন্তরাল প্রেম ও পারিবারিক গল্পগাথাই এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু ৷ আশা রাখা যায় আগামী দিনে দর্শকের মনে ঝড় তুলতে সক্ষম হবে বিক্রম-ঐন্দ্রিলার 'ফাগুন বউ' ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
টেলিভিশনের হিট জুটি বিক্রম-ঐন্দ্রিলার কামব্য়াক, গুঞ্জন স্টুডিও পাড়ায় . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement