দিল্লি: রাজধানী দিল্লি পৌঁছেই অনুব্রত মণ্ডল বুঝে গেলেন, তাঁর জন্য কঠিন সময় অপেক্ষা করছে৷ এ দিন রাত ৮.৫৬ মিনিটে দিল্লিতে নামে অনুব্রতর বিমান৷ হুইলচেয়ারে বিমানবন্দর থেকে বের করে অনুব্রত মণ্ডলকে সরসারি দিল্লিতে ইডি-র সদর দফতরে নিয়ে যান ইডি কর্তারা৷ সেখানে তাঁকে ই়ডি-র লক আপে রাখা হয়েছে৷ সূত্রের খবর, রাতেই ভার্চুয়ালি অনুব্রতকে বিচারকের সামনে পেশ করা হতে পারে৷
এ দিন দিল্লি বিমানবন্দরে নামার পর শ্বাসকষ্টের সমস্যা হয় অনুব্রতর৷ সেই কারণে হুইলচেয়ারে বসিয়ে অনুব্রতকে বিমানবন্দর থেকে বের করা হয়৷ যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি অনুব্রত৷ তবে তৃণমূল নেতাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি হাঁফাচ্ছেন৷
আরও পড়ুন: ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল! সরলেন ফিরহাদ, নতুন দায়িত্বে তপন দাশগুপ্ত
আগামিকাল হোলির ছুটির জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত বন্ধ থাকবে৷ তাই রাতেই ভার্চুয়ালি ওই আাদালতের বিচারকের সামনে অনুব্রতকে পেশ করে তাঁকে হেফাজতে নিতে চাইছেন ইডি কর্তারা৷ তবে পুরোটাই নির্ভর করছে বিচারকের নির্দেশের উপরে। বিচারক যদি রাতে শুনানিতে রাজি না হন, সেক্ষেত্রে আগামিকালই অনুব্রতকে বিচারকের সামনে পেশ করা হবে।
আরও পড়ুন: সাংসদ হয়েও দিল্লি যেতে চাননি, বন্দি হিসেবেই রাজধানীতে পা পড়ল অনুব্রতর
দিল্লি পৌঁছনোর পর এ দিন আরও এক দফা মেডিক্যাল পরীক্ষা হয় অনুব্রতর৷ ইডি দফতর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কেআরএমএল হাসাপাতালে৷ সেখান থেকে মেডিক্যাল পরীক্ষা করিয়ে ফের অনুব্রতকে ইডি-র সদর দফতরে ফিরিয়ে আনা হয়৷
রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশেই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি৷ গত ডিসেম্বর মাসে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত৷ তার পর থেকেই দিল্লি যাত্রা ঠেকাতে নানা আইনি কৌশল নিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দিল্লি যেতেই হল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, ED