Anubrata Mondal in Delhi: সাংসদ হয়ে দিল্লি যেতে চাননি, বন্দি হিসেবেই রাজধানীতে পা পড়ল অনুব্রতর

Last Updated:

এ দিন সন্ধ্যা ৬.৫৬ মিনিটে অনুব্রতকে নিয়ে কলকাতা থেকে দিল্লি উড়ে যায় বেসরকারি সংস্থার বিমান৷ কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছয় সেই বিমান৷

দিল্লি যেতেই হল অনুব্রতকে।
দিল্লি যেতেই হল অনুব্রতকে।
দিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বহুবার আফশোস করেছেন, একাধিকবার সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও বীরভূম ছেড়ে নড়তে চাননি তাঁর প্রিয় কেষ্ট৷ দিল্লি যেতে কেন তাঁর অনীহা, তা নিয়ে প্রশ্ন করা হলেও অনুব্রত হাসি মুখে উত্তর দিতেন, আমি বীরভূমেই ভাল আছি৷
শেষ পর্যন্ত অবশ্য দিল্লি যেতেই হল অনুব্রত মণ্ডলকে৷ সাংসদ হয়ে তিনি দিল্লি যেতে রাজি হননি৷ শেষ পর্যন্ত অবশ্য বন্দি হিসেবেই রাজধানীর বুকে পা পড়ল অনুব্রত মণ্ডলকে৷ দিল্লি যাওয়ার আগে জোকার ইএসআই হাসপাতাল, কলকাতা বিমানবন্দরে গরু চোর, চোর কটাক্ষও শুনতে হল একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে৷
advertisement
advertisement
এ দিন সন্ধ্যা ৬.৫৬ মিনিটে অনুব্রতকে নিয়ে কলকাতা থেকে দিল্লি উড়ে যায় বেসরকারি সংস্থার বিমান৷ কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছয় সেই বিমান৷
বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠরা বলছেন, স্মরণকালের মধ্যে অনুব্রতর দিল্লি যাত্রার কথা তাঁদের মনে পড়ছে না৷ বীরভূমের বাইরে বলতে দলীয় কর্মসূচিতে অনুব্রত বিভিন্ন জেলায় গিয়েছেন৷ কখনও বা কলকাতায় এসেছেন৷ কয়েকবছর আগে একবার রাজস্থান বেড়াতে গিয়েছিলেন স্ত্রী ও মেয়েকে নিয়ে৷ স্ত্রী অসুস্থ হওয়ার পর তাঁর চিরিৎসার জন্য বেঙ্গালুরুতেও গিয়েছিলেন৷ কিন্তু গত বছরের অগাস্ট মাসে সিবিআই-এর হাতে গ্রেফতারের আগে পর্যন্ত অনুব্রত রাজনৈতিক কাজে দিল্লি গিয়েছেন, এমন ঘটনা মন করতে পারছেন না তাঁর ঘনিষ্ঠ বৃত্তে থাকা কেউই৷
advertisement
এ দিনও অবশ্য দিল্লির বিমানে ওঠার আগে পর্যন্ত তিনি অসুস্থ বলে বার বার ইডি অফিসারদের কাছে অনুযোগ করেছেন অনুব্রত৷ তাঁকে কাছের কোনও হাসপাতালেও নিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ দিল্লি যাত্রাই ছিল অনুব্রতর ভবিতব্য৷ দিল্লি পৌঁছনোর পর আজই বিশেষ ব্যবস্থা করে অনুব্রতকে বিচারকের বাড়িতে হাজির করানো হবে, নাকি আগামিকাল পর্যন্ত ইডি অপেক্ষা করবে, তা স্পষ্ট নয়৷
advertisement
তবে যে দিল্লিকে তিনি বার বার এড়াতে চেয়েছেন, আপাতত সেখানেই আগামী বেশ কয়েকদিন কঠিন সময় অপেক্ষা করছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জন্য৷
বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal in Delhi: সাংসদ হয়ে দিল্লি যেতে চাননি, বন্দি হিসেবেই রাজধানীতে পা পড়ল অনুব্রতর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement