Anubrata Mondal: ব্রেকফাস্টে কচুরি, চাটনি, সুগার ফ্রি মিষ্টি, কলকাতা আসার পথে শক্তিগড়ে খাওয়া সারলেন অনুব্রত

Last Updated:

Anubrata Mondal: অনুব্রতর গাড়ি-সহ মোট চারটি গাড়ি রয়েছে এই কনভয়ে৷ রয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও৷

শক্তিগড়ে ব্রেকফাস্ট সারছেন অনুব্রত
শক্তিগড়ে ব্রেকফাস্ট সারছেন অনুব্রত
Lকলকাতা: দোলের দিনই শহরে আনা হচ্ছে অনুব্রত মণ্ডলকে৷ তাঁকে তারপর নিয়ে যাওয়া হবে দিল্লি৷ পূর্ব নির্ধারিত সূচি অনুসারে মঙ্গলবার সকাল পাঁচটার মধ্যেই রাজ্য সরকারের বাহিনী পৌঁছে যায় আসানসোল সংশোধনাগারে৷ সেখানে সকাল ছ’টা আট মিনিটে জেল কর্তৃপক্ষ সংশোধনাগারের দরজা খোলে৷ তারপরেই অনুব্রতকে বার করা তোড়জোড় শুরু হয়৷
অনুব্রতর গাড়ি-সহ মোট চারটি গাড়ি রয়েছে এই কনভয়ে৷ রয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও৷ ভোরেই অনুব্রতকে সংশোধনাগার থেকে বার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ অনুব্রতকে শেষ পর্যন্ত সকাল ৬.৪৩ মিনিটে জেল থেকে বার করা হয়৷ প্রথম নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে সুপারের ঘরে যান তিনি, তার পর তাঁকে বার করে নিয়ে যাওয়া হয়৷ রঙের উৎসবের দিন সবুজ রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে অনুব্রতকে৷
advertisement
advertisement
যদিও এই গোটা প্রক্রিয়ার সময় অনুব্রতকে একাধিক প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি৷ গোটা সময়টাতেই নিশ্চুপ ছিলেন তিনি৷ এর পর পৌনে সাতটা নাগাদ গাড়ি রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে৷ কলকাতার ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়৷ এর পর ৮.৪৫ মিনিট নাগাদ শক্তিগড়ের কাছে এসে দাঁড়ায় অনুব্রত মণ্ডলের গাড়ি৷ সেখানে তিনি হাত-মুখ ধুয়ে প্রাতঃরাশ সারেন বলে খবর৷ কচুরি, চাটনি, তরকারি ও সুগার ফ্রি মিষ্টি খান৷
advertisement
শেষবার তাঁর সুগার পরীক্ষা যখন করা হয়েছিল, তাতে চিন্তার কোনও কারণ নেই৷ তবে সুগার নিয়ন্ত্রণে রাখতেই তিনি সুগার ফ্রি মিষ্টি খান৷ সেখানেও তাঁকে একাধিক প্রশ্ন করা হয়, তিনি কোনও উত্তর দেননি৷ পঞ্চায়েত থেকে দিল্লি যাওয়া, কোনও কিছু নিয়েই কথা বলতে চাননি বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: ব্রেকফাস্টে কচুরি, চাটনি, সুগার ফ্রি মিষ্টি, কলকাতা আসার পথে শক্তিগড়ে খাওয়া সারলেন অনুব্রত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement