ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল! সরলেন ফিরহাদ, নতুন দায়িত্বে তপন দাশগুপ্ত

Last Updated:

প্রথম যখন এই উন্নয়ন পর্ষদ তৈরি হয় তখন ফিরহাদ হাকিম ছিলেন চেয়ারম্যান।

নতুন দায়িত্বে তপন দাশগুপ্ত
নতুন দায়িত্বে তপন দাশগুপ্ত
কলকাতা: ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ তথা এফএসডিএর নতুন কমিটির মাথায় আর থাকলেন না রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ নতুন দায়িত্ব দেওয়া হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আদিসপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তকে। দীর্ঘদিন ধরে হুগলি জেলার সংগঠন সামলেছেন তিনি৷ রাজনীতিতে বেশ পরিচিত মুখও বটে৷  সেই সুবাদেই তিনি তাঁর পরিচিত বৃত্তে দায়িত্ব পেলেন বলেই অনেকে মনে করছেন।
প্রথম যখন এই উন্নয়ন পর্ষদ তৈরি হয় তখন ফিরহাদ হাকিম ছিলেন চেয়ারম্যান। এই উন্নয়ন পর্ষদ রাজ্যের নগরায়ণ দফতরের। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। সেই থেকে অস্থায়ীভাবে ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন হুগলির জেলাশাসক।
advertisement
advertisement
পূর্বে ফুরফুরার সঙ্গে তৃণমূলের তরফে সমন্বয় রাখতেন মুকুল রায়। মুকুল রায় শিবির বদলানোর সাথে সাথেই ফুরফুরার পীরজাদাদের সমীকরণেও বদল এসেছে। আব্বাস সিদ্দিকি রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়েছেন, আইএসএফ বলে রাজনৈতিক দল তৈরি হয়েছে, নওসাদ সিদ্দিকির বিধায়ক হওয়ার মতো ঘটনা ঘটেছে।
advertisement
এরই মধ্যে নওশাদ সিদ্দিকীর গ্রেফতার হওয়া আর তাকে ঘিরে রাজনৈতিক আবর্ত যেভাবে রচিত হয়েছে তা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে। এই অবস্থায় তপন দাশগুপ্তর দায়িত্ব পাওয়া গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, ২০২১ এর বিধানসভা ভোটের পরে আর নতুন করে দায়িত্বে তিনি ছিলেন না৷ জেলাশাসক সামলাতেন। অন্যদিকে তপন দাশগুপ্ত জানিয়েছেন, বুধবার তিনি ফুরফুরা শরীফ যাবেন৷ কথা বলবেন পীরজাদাদের সঙ্গে৷ সামগ্রিক পরিস্থিতিতে ফিরহাদকে ফের ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান না করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল! সরলেন ফিরহাদ, নতুন দায়িত্বে তপন দাশগুপ্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement