Delhi MCD By-Election Result 2025: ১২টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে জয় বিজেপি-র, ৩টে পেল AAP! দিল্লি পুরসভার উপ নির্বাচনে খাতা খুলল কংগ্রেস
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
দিল্লি পুরসভার ১১জন কাউন্সিলর বিধায়ক এবং একজন সাংসদ নির্বাচিত হওয়ায় ১২টি কেন্দ্রে তৈরি হয়েছিল শূন্যস্থান৷ সেই কারণে, MCD-র ১২টি কেন্দ্রে ছিল উপ নির্বাচন৷
নয়াদিল্লি: গণনা শেষ৷ অবশেষে পরিষ্কার হল সামগ্রিক ছবি৷ মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি (MCD)-র উপ নির্বাচনে ভোট হওয়া ১২টি আসনের মধ্যে ৭টিতে জয়ী বিজেপি৷ আম আদমি পার্টির দখলে থাকল ৩টি আসন৷ এই নির্বাচনে ১টি আসন পেয়ে খাতা খুলেছে কংগ্রেস, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক (AIFB)-ও পেয়েছে একটি আসন৷
দিল্লির মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পরে এই উপ নির্বাচন ছিল রেখা গুপ্তার ‘লিটমাস টেস্ট ’৷ তাঁর ‘বিকশিত দিল্লি’ এজেন্ডা এক্ষেত্রে কেমন প্রভাব ফেলে, তার উপরে ছিল নজর৷
দিল্লি পুরসভার ১১জন কাউন্সিলর বিধায়ক এবং একজন সাংসদ নির্বাচিত হওয়ায় ১২টি কেন্দ্রে তৈরি হয়েছিল শূন্যস্থান৷ সেই কারণে, MCD-র ১২টি কেন্দ্রে ছিল উপ নির্বাচন৷
advertisement
advertisement
গত ৩০ নভেম্বর দিল্লি পুরসভার ১২টি ওয়ার্ডে ৫৮০টি বুথে উপ নির্বাচনের ভোটগ্রহণ হয়৷ এই ১২টির মধ্যে ৯টিই এর আগে ছিল বিজেপির হাতে৷ বাকি ৩টি ছিল আপ-এর৷
advertisement
MCD উপ নির্বাচনে শালিমার বাগ বি, দ্বারকা, বিনোদ নগর,গ্রেটার কৈলাশ, চাঁদনি চকে জিতেছে বিজেপি৷ অন্যদিকে, দক্ষিণ পুরী, মুন্দকা এবং নারাইনা এই তিনটি আসনে জয় পেয়েছে আপ৷ কংগ্রেস জিতেছে সঙ্গম বিহার ওয়ার্ড, AIFB চাঁদনী মহল৷
advertisement
উপ নির্বাচনের ভোট গণনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার৷ মজুত ছিল ১৮০০ দিল্লি পুলিশ, ১০ কম্পানি আধা সামরিক বাহিনী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Dec 03, 2025 2:31 PM IST








