Narendra Modi: ‘জটিল নয়, SIR প্রক্রিয়া হতে হবে সহজ-স্বচ্ছ,’ নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সাংসদদের মনে করালেন মোদি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, এদিন সাংসদের নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেছেন, SIR প্রক্রিয়া যেন অত্যধিক জটিল না হয় এবং সাধারণ মানুষের কাছ পর্যন্ত যাতে এই বার্তা পৌঁছয়৷ বঙ্গ বিজেপির সাংসদদের মোদি বলেছেন, ‘‘SIR প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ রাখুন৷ এই প্রক্রিয়া শুধুমাত্র বৈধ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অবৈধ ভোটারদের সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া৷’’
নয়াদিল্লি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়া যেন সহজ এবং স্বচ্ছ হয়, তা নিশ্চিত করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন৷ বুধবার অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ সাক্ষাৎপর্ব সারেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য- সহ পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদেরা৷ সেখানেই বিজেপি সাংসদদের এই পরামর্শ দেন মোদি৷
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, এদিন সাংসদের নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেছেন, SIR প্রক্রিয়া যেন অত্যধিক জটিল না হয় এবং সাধারণ মানুষের কাছ পর্যন্ত যাতে এই বার্তা পৌঁছয়৷ বঙ্গ বিজেপির সাংসদদের মোদি বলেছেন, ‘‘SIR প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ রাখুন৷ এই প্রক্রিয়া শুধুমাত্র বৈধ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অবৈধ ভোটারদের সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া৷’’ মাটির কাছাকাছি মানুষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়ার কারণ সম্পর্কে স্বচ্ছ ধারণা পৌঁছে দেওয়ার বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
এছাড়াও, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতিপর্বে বাংলার সাংসদদের মনোযোগে অটল এবং আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিয়েছেন মোদি৷ বছরের সাথে সাথে কীভাবে বঙ্গে শক্তি বাড়িয়েছে বিজেপি, তা মনে রাখতে বলেন তিনি৷
তৃণমূল কংগ্রেস অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি উল্লেখ না করেও মোদি বিজেপি সাংসদদের জানিয়েছেন, তাঁরা যেন কোনও ভাবে অন্য রাজনৈতিক দল দ্বারা বিভ্রান্ত না হন৷ ২০১১ থেকে ২০১৬ হয়ে ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গে কী ভাবে ধীরে ধীরে এগিয়েছে বিজেপি, সেই কথা মনে করিয়ে দেন তিনি৷ বলেন, দলের সাংগঠনিক ক্ষমতা এবং নিচুস্তরের কর্মীদের উপরে আস্থা রাখার কথা৷
advertisement
এদিন বিজেপি সাংসদ খগেন মূর্মূ সংক্রান্ত হামলার ঘটনা সম্পর্কেও বিশদে জিজ্ঞাসাবাদ করেন ৷ সাংসদের শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন৷ প্রয়োজনে নিরাপত্তা বাড়ানোর বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি৷ এদিন বিজেপি সাংসদদের অতীতের যাবতীয় কর্মচেষ্টার প্রশংসা করেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
December 03, 2025 1:35 PM IST

