Narendra Modi: ‘লড়াই চালিয়ে যাও..,’ বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করলেন মোদি! দিলেন উল্লেখযোগ্য বার্তা

Last Updated:

বঙ্গ বিজেপির সাংসদদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘‘আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং নির্বাচনে আমাদের জয় নিশ্চিত করতে হবে৷’’

News18
News18
নয়াদিল্লি: মাস গড়ালেই ২০২৬৷ আর ২০২৬ মানেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন৷ যা নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল থেকে বিরোধী বিজেপি৷ এরই মাঝে বুধবার বঙ্গ বিজেপির সাংসদের উদ্দেশ্যে জোরাল বার্তা দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ পরামর্শ দিলেন নিজেদের কাছে অটল ও আত্মবিশ্বাসী থাকার৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া সম্পর্কেও সাংসদদের কাছ থেকে প্রতিক্রিয়া নেন তিনি৷
চলতি সপ্তাহেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন৷ বুধবার অধিবেশন শুরুর আগে তাঁর সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদেরা৷ সেখানেই পরবর্তী বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদদের মোদি কড়া বার্তা দেন বলে খবর৷
advertisement
advertisement
বঙ্গ বিজেপির সাংসদদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘‘আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং নির্বাচনে আমাদের জয় নিশ্চিত করতে হবে৷’’
এদিন বিজেপি সাংসদ খগেন মূর্মূ সংক্রান্ত হামলার ঘটনা সম্পর্কেও বিশদে জিজ্ঞাসাবাদ করেন ৷ সাংসদের শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন৷ প্রয়োজনে নিরাপত্তা বাড়ানোর বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি৷ এদিন বিজেপি সাংসদদের অতীতের যাবতীয় কর্মচেষ্টার প্রশংসা করেন তিনি৷
advertisement
তৃণমূল কংগ্রেস অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি উল্লেখ না করেও মোদি বিজেপি সাংসদদের জানিয়েছেন, তাঁরা যেন কোনও ভাবে অন্য রাজনৈতিক দল দ্বারা বিভ্রান্ত না হন৷ ২০১১ থেকে ২০১৬ হয়ে ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গে কী ভাবে ধীরে ধীরে এগিয়েছে বিজেপি, সেই কথা মনে করিয়ে দেন তিনি৷ বলেন, দলের সাংগঠনিক ক্ষমতা এবং নিচু স্তরের কর্মীদের উপরে আস্থা রাখার কথা৷
advertisement
প্রধানমন্ত্রী সাংসদদের কাছেও এসআইআর সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চান। সূত্রের মতে, তিনি দলীয় নেতাদের বলেছিলেন যে এসআইআর একটি সহজবোধ্য কাজ এবং এটিকে অতিরিক্ত জটিল করা উচিত নয়। তিনি জোর দিয়ে জানিয়েছেন যে, এই বার্তাটি অবশ্যই মাটির কাছাকাছি মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে। মোদি বলেন, ‘‘এসআইআর কেবলমাত্র যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং যারা ভোট দেওয়ার যোগ্য নয়, তাদের বাদ দেওয়া নিশ্চিত করার প্রক্রিয়া৷’’
advertisement
বৈঠকে প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গের স্থানীয় বিষয়গুলি, বিশেষ করে সাংসদ খাগেন মুর্মুর উপর সাম্প্রতিক আক্রমণ সম্পর্কে সাংসদদের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চান। পাশাপাশি, নির্বাচনী এলাকার জনগণের সাথে যোগাযোগ রাখা এবং বাস্তব বোঝার প্রয়োজনীয়তার উপরে জোর দেন তিনি৷ বলেন যে, মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রতিক্রিয়াশীল নেতৃত্বই নির্বাচনী সাফল্যের চাবিকাঠি।
বঙ্গ সাংসদদের এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। আলোচনায় নির্বাচনের জন্য দলের প্রস্তুতি এবং পশ্চিমবঙ্গ জুড়ে সমর্থন সংগ্রহের জন্য প্রয়োজনীয় কৌশলগুলি নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
২০২৬ এর মার্চ-এপ্রিল নাগাদই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী বিধানসভা নির্বাচন৷ বিহারের ফলাফলে উদ্বুদ্ধ হয়ে নব উদ্যমে বঙ্গের তৃণমূলস্তরে নির্বাচনের কাজকর্ম শুরু করে দিয়েছে বিজেপি৷ বিহার নির্বাচনের ফলাফলের পর, বিজেপি তাদের X- হ্যান্ডেলে একটি ছোট্ট বার্তা পোস্ট করেছিল, যেখানে সহজভাবে লেখা ছিল: “নেক্সট ওয়েস্টবেঙ্গল৷”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: ‘লড়াই চালিয়ে যাও..,’ বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করলেন মোদি! দিলেন উল্লেখযোগ্য বার্তা
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement