Rupee Hits Record Low: টাকার দামে রেকর্ড পতন! ডলারের নিরিখে ৯০ ছুঁয়ে ফেলল টাকা, নড়েচড়ে বসছে আরবিআই

Last Updated:

দুর্বল পোর্টফোলিও প্রবাহ, বৃহত্তর বাণিজ্য ঘাটতি এবং মার্কিন-ভারত বাণিজ্য চুক্তি ঘিরে অনিশ্চয়তার কারণে নিকট ভবিষ্যতে টাকার উপর চাপ অব্যাহত থাকবে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক টাকার পতন কমাতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে৷

News18
News18
নয়াদিল্লি: টাকার দামে আরও পতন৷ ডলার প্রতি টাকার দাম ছুঁল রেকর্ড ৯০৷ মঙ্গলবার মার্কিন ডলারের সাপেক্ষে ৮৯.৯৬-এ নেমেছিল টাকা৷ বুধবার ডলার প্রতি ভারতীয় মুদ্রায় ৯০.০৫ টাকা দিয়ে শুরু হল দিন৷ সোমবার এই দাম ছিল ৮৯.৭৩ টাকা৷ ভারতীয় মুদ্রা টাকার দামের এই পতন যেন কিছুতেই কমছে না৷ একটানা নাগাড়ে এই পতন চিন্তা বাড়াচ্ছে অর্থনৈতিক মহলে৷
এদিন ৮৯.৯৬ দিয়ে শুরু হয় দিন। তার কিছুক্ষণ পরেই তা ৯০ এর ঘর টপকে ৯০.১৩২৫ এ নেমে যায়। তারপর তা ফের উঠে আলে ৮৯.৮৭ এ।
সিআর ফোরেক্স অ্যাডভাইজারের ম্যানেজিং ডিরেক্টর অমিত পাবারি বলেন, ‘‘ডলার এবং ভারতীয় মুদ্রা ৮৮.৯০ এবং ৯০.২০ -র মধ্যেই ওঠানামা করবে৷ ৮৯ এর নীচে নামার অর্থ এবার টাকাকে নিজের দাম বাড়ানোর জন্য উঠেপড়ে লাগতে হবে৷’’
advertisement
advertisement
মূল্য কমছে ডলারেরও৷ কিন্তু, তার সঙ্গে যেন পাল্লা দিচ্ছে টাকার পতন৷ বিশেষজ্ঞেরা মনে করছেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির থমকে থাকা এবং বৈদেশিক পুঁজি ক্রমাগত বাজার থেকে বেরিয়ে যেতে থাকা (FPI outflow) টাকার এই অবনমনের জন্য বিশেষভাবে দায়ী৷
advertisement
বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবারই বৈঠকে বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি৷ আগামী ৫ ডিসেম্বরই নতুন সুদের হার ঘোষণা করার কথা৷
নভেম্বরেই ডলারের বিনিময়মূল্য ৮৮.৫৭-৮৮.৭৮ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল৷ কিন্তু, গত ২১ নভেম্বর একদিনে তা ০.৮% নেমে ৮৯ -এর বেড়া টপকে যায়। তার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাকা, ক্রমাগত নেমেছে দাম৷ পরিসংখ্যান বলছে, চলতি বছরে নভেম্বর পর্যন্ত টাকার অবমূল্যায়ন (ডেপ্রিসিয়েশন) হয়েছে ৪.৮ শতাংশ। যার ফলে চলতি ক্যালেন্ডার বর্ষে এশিয়ার সবথেকে ‘দুর্বল পারফর্মার’ কারেন্সির কাঁটার মুকুট মাথায় উঠেছে টাকার মাথায়। শুধু ডলারই নয়, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ব্রিটিশ পাউন্ড-ইউরো এবং জাপানিজ় ইয়েন-চিনা ইউয়ান, বিশ্বের অন্য চার প্রধান কারেন্সির বিনিময়দরেও যে পরিমাণ পতন হয়েছে টাকার, তা গত এক বছরে সর্বাধিক।
advertisement
টাকার দাম কি আরও কমবে?
দুর্বল পোর্টফোলিও প্রবাহ, বৃহত্তর বাণিজ্য ঘাটতি এবং মার্কিন-ভারত বাণিজ্য চুক্তি ঘিরে অনিশ্চয়তার কারণে নিকট ভবিষ্যতে টাকার উপর চাপ অব্যাহত থাকবে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক টাকার পতন কমাতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে৷
advertisement
বিশেষজ্ঞরা কী বলছেন?
বাজারের অংশগ্রহণকারীরা বলছেন যে ডলারের অস্থির প্রবাহ রুপির দুর্বলতাকে আরও তীব্র করছে। মেকলাই ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার রিতেশ বানসালি ব্লুমবার্গ নিউজকে বলেন, ‘‘টাকার মূল্য হ্রাস পাওয়ায়, আমদানিকারকদের কাছ থেকে ডলারের চাহিদা বেশি থাকায় রপ্তানিকারকরা আক্রমণাত্মকভাবে ডলার বিক্রি করছেন না।”
বার্কলেস উল্লেখ করেছে যে, শুধুমাত্র ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির সমাপ্তি মুদ্রার জন্য অর্থপূর্ণ স্বল্পমেয়াদী অবকাশ প্রদানের সম্ভাবনা রয়েছে। এইচডিএফসি সিকিউরিটিজ জানিয়েছে যে, গুরুত্বপূর্ণ ৯০ স্তর এখন লঙ্ঘন করায়, আগামী দিনে রুপি আরও ৯০.৩০-এর দিকে নেমে যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rupee Hits Record Low: টাকার দামে রেকর্ড পতন! ডলারের নিরিখে ৯০ ছুঁয়ে ফেলল টাকা, নড়েচড়ে বসছে আরবিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement