Indian Railways AC Local: সুখবর! এসি লোকাল এবার শিয়ালদহ-কল্যাণী শাখাতেও, জেনে নিন ট্রেনের টাইমিং! ট্রেন বড়ছে কৃষ্ণনগরের দিকেও

Last Updated:

নতুন এসি পরিষেবার পাশাপাশি বিবাদি বাগ (কলকাতা) থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত চলবে, যা যাত্রার সুবিধা আরও বাড়াবে।

News18
News18
কলকাতা: শিয়ালদহ–কল্যাণী রুটে নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ৷ অন্যদিকে, বর্তমানে শিয়ালদহ– কৃষ্ণনগর শাখায় যতগুলি এসি লোকাল চলে, তার চলার দিন বাড়াতে চলেছেন রেল কর্তৃপক্ষ। এই বাড়তি পরিষেবাগুলি ৪ ডিসেম্বর, ২০২৫ (শিয়ালদহ–কল্যাণী) এবং ৭ ডিসেম্বর, ২০২৫ (শিয়ালদহ–কৃষ্ণনগর রবিবার পরিষেবা) থেকে চালু হবে। এর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী আরামদায়ক ও সুবিধাজনক পরিষেবা পাবেন।
রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, এই এসি লোকাল পরিষেবা জনতার দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং ব্যস্ততম রুটগুলিতে আরামদায়ক ও প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পরিষেবাটি বিশেষভাবে উপকার দেবে—
• কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের।
advertisement
• এআইআইএমএস, কল্যাণীতে চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীদের।
• কল্যাণী সংলগ্ন শিল্প, প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকায় যাতায়াতকারী কর্মজীবী মানুষদের, যারা ভিড় কম, নির্ভরযোগ্য এবং আরামদায়ক পরিষেবা আশা করেন।
advertisement
নতুন এসি ইএমইউ লোকাল পরিষেবার বিবরণ
১. শিয়ালদহ–কল্যাণী এসি পরিষেবা:
• সপ্তাহে ৬ দিন চলবে (সোমবার–শনিবার)।
• গাড়ি সংখ্যা: ৩১৩৪৭/৩১৩৪৪ শিয়ালদহ–কল্যাণী–শিয়ালদহ।
• শিয়ালদহ থেকে রওনা: বিকেল ৩:৩৫, কল্যাণী পৌঁছাবে ৪:৫২।
• কল্যাণী থেকে রওনা: বিকেল ৫:০২, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০।
আরও পড়ুন: এসএসসি-র শিক্ষাকর্মী নিয়োগে সুখবর! আবেদনের সময়সীমা বাড়ল আরও ৫ দিন, জেনে নিন কবে লাস্ট ডেট
২. শিয়ালদহ–কৃষ্ণনগর এসি পরিষেবা (রবিবারে অতিরিক্ত দিন):
advertisement
• আগে নির্দিষ্ট কয়েকদিন চললেও এখন থেকে রবিবারেও চলবে—৭ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর।
• এই পরিষেবাটি বিশেষত সপ্তাহান্তে ভ্রমণকারী যাত্রী ও ভক্তদের উপকারে আসবে।
• গাড়ি সংখ্যা: ৩১৮৪৭/ ৩১৮৪৮  শিয়ালদহ–কৃষ্ণনগর (রবিবার)।
• শিয়ালদহ থেকে রওনা: সকাল ১১:৫৫, কৃষ্ণনগর পৌঁছাবে ২:১১ PM।
• কৃষ্ণনগর থেকে রওনা: বিকেল ৪:০৫, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০।
advertisement
• স্টপেজসমূহ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাট।
৩. নতুন নন-এসি সম্প্রসারিত পরিষেবা (কল্যাণী পর্যন্ত):
নতুন এসি পরিষেবার পাশাপাশি বিবাদি বাগ (কলকাতা) থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত চলবে, যা যাত্রার সুবিধা আরও বাড়াবে।
advertisement
নতুন পরিষেবা ও বিদ্যমান পরিষেবা মিলিয়ে, কল্যাণী অভিমুখে এখন সপ্তাহে সাত দিনেই মোট তিনটি এসি লোকাল পরিষেবা থাকবে, যা যাত্রী, ভক্ত এবং রোগীদের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে।
এই নতুন পরিষেবা বাহ্যিক তাপ ও আর্দ্রতা থেকে সুরক্ষিত, দ্রুত ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে। শিয়ালদহ–কল্যাণী ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে সীমিত স্টপেজ থাকায় যাত্রার সময়ও কমবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways AC Local: সুখবর! এসি লোকাল এবার শিয়ালদহ-কল্যাণী শাখাতেও, জেনে নিন ট্রেনের টাইমিং! ট্রেন বড়ছে কৃষ্ণনগরের দিকেও
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement