Indian Railways AC Local: সুখবর! এসি লোকাল এবার শিয়ালদহ-কল্যাণী শাখাতেও, জেনে নিন ট্রেনের টাইমিং! ট্রেন বড়ছে কৃষ্ণনগরের দিকেও

Last Updated:

নতুন এসি পরিষেবার পাশাপাশি বিবাদি বাগ (কলকাতা) থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত চলবে, যা যাত্রার সুবিধা আরও বাড়াবে।

News18
News18
কলকাতা: শিয়ালদহ–কল্যাণী রুটে নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ৷ অন্যদিকে, বর্তমানে শিয়ালদহ– কৃষ্ণনগর শাখায় যতগুলি এসি লোকাল চলে, তার চলার দিন বাড়াতে চলেছেন রেল কর্তৃপক্ষ। এই বাড়তি পরিষেবাগুলি ৪ ডিসেম্বর, ২০২৫ (শিয়ালদহ–কল্যাণী) এবং ৭ ডিসেম্বর, ২০২৫ (শিয়ালদহ–কৃষ্ণনগর রবিবার পরিষেবা) থেকে চালু হবে। এর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী আরামদায়ক ও সুবিধাজনক পরিষেবা পাবেন।
রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, এই এসি লোকাল পরিষেবা জনতার দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং ব্যস্ততম রুটগুলিতে আরামদায়ক ও প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পরিষেবাটি বিশেষভাবে উপকার দেবে—
• কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের।
advertisement
• এআইআইএমএস, কল্যাণীতে চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীদের।
• কল্যাণী সংলগ্ন শিল্প, প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকায় যাতায়াতকারী কর্মজীবী মানুষদের, যারা ভিড় কম, নির্ভরযোগ্য এবং আরামদায়ক পরিষেবা আশা করেন।
advertisement
নতুন এসি ইএমইউ লোকাল পরিষেবার বিবরণ
১. শিয়ালদহ–কল্যাণী এসি পরিষেবা:
• সপ্তাহে ৬ দিন চলবে (সোমবার–শনিবার)।
• গাড়ি সংখ্যা: ৩১৩৪৭/৩১৩৪৪ শিয়ালদহ–কল্যাণী–শিয়ালদহ।
• শিয়ালদহ থেকে রওনা: বিকেল ৩:৩৫, কল্যাণী পৌঁছাবে ৪:৫২।
• কল্যাণী থেকে রওনা: বিকেল ৫:০২, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০।
আরও পড়ুন: এসএসসি-র শিক্ষাকর্মী নিয়োগে সুখবর! আবেদনের সময়সীমা বাড়ল আরও ৫ দিন, জেনে নিন কবে লাস্ট ডেট
২. শিয়ালদহ–কৃষ্ণনগর এসি পরিষেবা (রবিবারে অতিরিক্ত দিন):
advertisement
• আগে নির্দিষ্ট কয়েকদিন চললেও এখন থেকে রবিবারেও চলবে—৭ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর।
• এই পরিষেবাটি বিশেষত সপ্তাহান্তে ভ্রমণকারী যাত্রী ও ভক্তদের উপকারে আসবে।
• গাড়ি সংখ্যা: ৩১৮৪৭/ ৩১৮৪৮  শিয়ালদহ–কৃষ্ণনগর (রবিবার)।
• শিয়ালদহ থেকে রওনা: সকাল ১১:৫৫, কৃষ্ণনগর পৌঁছাবে ২:১১ PM।
• কৃষ্ণনগর থেকে রওনা: বিকেল ৪:০৫, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০।
advertisement
• স্টপেজসমূহ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাট।
৩. নতুন নন-এসি সম্প্রসারিত পরিষেবা (কল্যাণী পর্যন্ত):
নতুন এসি পরিষেবার পাশাপাশি বিবাদি বাগ (কলকাতা) থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত চলবে, যা যাত্রার সুবিধা আরও বাড়াবে।
advertisement
নতুন পরিষেবা ও বিদ্যমান পরিষেবা মিলিয়ে, কল্যাণী অভিমুখে এখন সপ্তাহে সাত দিনেই মোট তিনটি এসি লোকাল পরিষেবা থাকবে, যা যাত্রী, ভক্ত এবং রোগীদের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে।
এই নতুন পরিষেবা বাহ্যিক তাপ ও আর্দ্রতা থেকে সুরক্ষিত, দ্রুত ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে। শিয়ালদহ–কল্যাণী ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে সীমিত স্টপেজ থাকায় যাত্রার সময়ও কমবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways AC Local: সুখবর! এসি লোকাল এবার শিয়ালদহ-কল্যাণী শাখাতেও, জেনে নিন ট্রেনের টাইমিং! ট্রেন বড়ছে কৃষ্ণনগরের দিকেও
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement