নয়াদিল্লি: ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ, ভ্যালেন্টাইন্স ডে-র দিন পালিত হোক 'গো আলিঙ্গন দিবস।' সম্প্রতি এই মর্মে একটি নোটিস জারি করে চতুর্দিক তোলপাড় করে দিয়েছিল কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রকের অধীন পশু কল্যাণ বোর্ড। শোরগোল পড়ে গিয়েছিল সারা ভারতে। সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরাও। বিতর্কের মুখে পড়ে অবশেষে পিছু হঠলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফের নোটিস জারি করে জানিয়ে দিলেন, ১৪ ফেব্রুয়ারি 'গো আলিঙ্গন দিবস' পালনের আর্জি তাঁরা প্রত্যাহার করছেন।
এদিন কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রকের অধীন পশু কল্যাণ বোর্ডের তরফে ফের একটি নোটিস জারি করে জানানো হয়, "কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও পশুকল্যাণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারি গো আলিঙ্গন দিবস উদযাপন সম্পর্কে যে নির্দেশিকা জারি করেছিল, তা প্রত্যাহার করা হল।" নোটিসের নীচে স্বাক্ষর রয়েছে বোর্ডে সেক্রেটারি এস কে দত্তের। অবশ্য, নোটিস প্রত্যাহার করার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি নতুন নোটিসে।
The appeal issued by the Animal Welfare Board of India for celebration of Cow Hug Day on 14th February 2023 stands withdrawn. pic.twitter.com/5MvEbHPdBZ
— ANI (@ANI) February 10, 2023
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র উদযাপন ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। পরিবর্তে ওই দিন ভারতের তরুণ সমাজের উচিত, ভারতীয় সংস্কৃতির অঙ্গ গো-সম্পদকে উদযাপন করা। 'গো আলিঙ্গন দিবস' পালনের নির্দেশিকা প্রকাশ্যে আসার পরে এই যুক্তিই তুলে ধরতে দেখা গিয়েছিল পদ্মশিবিরের কিছু নেতাকে।
সংবাদমাধ্যমে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল, "শুনলাম হরিয়ানায় এই ধরনের কোনও নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতবর্ষের সংস্কৃতির একটি মানদণ্ড গরু। অনেকে বিদেশি সংস্কৃতি নিয়ে আসছেন। ভ্যালেন্টাইন ডে পালন করছেন পার্কে এবং বিভিন্ন জায়গায়। সেটা আমাদের সঙ্গে মেলে না। বিগত কয়েক বছর এটিকে ব্যবসার খাতিরে একটু বেশি হাওয়া দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইন ডে সামনে রেখে নানান রকম অফার দেওয়া হচ্ছে।"
Animal Welfare Board of India withdraws appeal to celebrate February 14 as 'Cow Hug Day'
— Press Trust of India (@PTI_News) February 10, 2023
অন্যদিকে, বিষয়টি নিয়ে বিজেপি-কে বিঁধতে ছাড়েনি কংগ্রেস থেকে তৃণমূলের মতো বিরোধী দলগুলি। কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীর বলেছিলেন, "বিজেপি এই ধরনের অনেক কিছু করতে পারে। তবে সেগুলি ভ্যালেন্টাইন ডে দিন না করে অন্যদিন করতে পারত।" এর মধ্যে দিয়ে বিজেপির বিভাজনের রাজনীতি প্রকাশ পাচ্ছে বলে দাবি করেছিলেন অধীর। কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "গরুর মূত্র পান করা হয়েছে। এবার গোবর খেয়ে গরুকে আলিঙ্গন করলে আরও ভাল হবে।"
এর আগেও একাধিক জায়গায় ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনের বিরোধিতা করতে দেখা গিয়েছে বিভিন্ন সংগঠনকে৷ বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন রাস্তায় নেমে এই বিশেষ দিন পালনের বিরোধিতা করেছে৷ এ বার সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ বলা হয়েছিল, পাশ্চাত্য জীবনযাপন থেকে সরে এসে দেশীয় জীবনযাপনে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে জড়িয়ে সেলফির আবেদন, দিলীপ ঘোষ জানালেন মনের কথা!
কী করতে বলা হয়েছিল সেই দিনে? বলা হয়েছিল, ভ্যালেন্টাইনস ডে যেহেতু প্রেমের দিন, সেই কারণে গরুকে আলিঙ্গন করে সেই দিনটি পশু প্রেম দিবস হিসাবে পালন করা হবে৷ সেই কারণে গরুকে আলিঙ্গন করতে হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Valentine Day, Valentines day