হোম /খবর /দেশ /
বিতর্কে ইতি, প্রত্যাহার করা হল ভ্যালেন্টাইন্স ডে-র দিন গরুকে জড়িয়ে ধরার নোটিস

Cow Hug Day: প্রবল বিতর্কে ইতি! শেষে ভ্যালেন্টাইন্স ডে-র দিন গরুকে জড়িয়ে ধরার আর্জি প্রত্যাহার করল কেন্দ্রীয় মন্ত্রক

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র উদযাপন ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। পরিবর্তে ওই দিন ভারতের তরুণ সনমাজের উচিত, ভারতীয় সংস্কৃতির অঙ্গ গো-সম্পদকে উদযাপন করা। 'গো আলিঙ্গন দিবস' পালনের নির্দেশিকা প্রকাশ্যে আসার পরে এই যুক্তিই তুলে ধরছিলেন পদ্মশিবিরের একাংশের নেতারা।

আরও পড়ুন...
  • Share this:

নয়াদিল্লি: ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ, ভ্যালেন্টাইন্স ডে-র দিন পালিত হোক 'গো আলিঙ্গন দিবস।' সম্প্রতি এই মর্মে একটি নোটিস জারি করে চতুর্দিক তোলপাড় করে দিয়েছিল কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রকের অধীন পশু কল্যাণ বোর্ড। শোরগোল পড়ে গিয়েছিল সারা ভারতে। সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরাও। বিতর্কের মুখে পড়ে অবশেষে পিছু হঠলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফের নোটিস জারি করে জানিয়ে দিলেন, ১৪ ফেব্রুয়ারি 'গো আলিঙ্গন দিবস' পালনের আর্জি তাঁরা প্রত্যাহার করছেন।

এদিন কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রকের অধীন পশু কল্যাণ বোর্ডের তরফে ফের একটি নোটিস জারি করে জানানো হয়, "কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও পশুকল্যাণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারি গো আলিঙ্গন দিবস উদযাপন সম্পর্কে যে নির্দেশিকা জারি করেছিল, তা প্রত্যাহার করা হল।" নোটিসের নীচে স্বাক্ষর রয়েছে বোর্ডে সেক্রেটারি এস কে দত্তের। অবশ্য, নোটিস প্রত্যাহার করার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি নতুন নোটিসে।

আরও পড়ুন: 'আধুনিক ভারতের প্রতিচ্ছবি বন্দে ভারত এক্সপ্রেস', মুম্বইয়ে দুই নতুন ট্রেনের উদ্বোধন করে বললেন মোদি

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র উদযাপন ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। পরিবর্তে ওই দিন ভারতের তরুণ সমাজের উচিত, ভারতীয় সংস্কৃতির অঙ্গ গো-সম্পদকে উদযাপন করা। 'গো আলিঙ্গন দিবস' পালনের নির্দেশিকা প্রকাশ্যে আসার পরে এই যুক্তিই তুলে ধরতে দেখা গিয়েছিল পদ্মশিবিরের কিছু নেতাকে।

সংবাদমাধ্যমে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল, "শুনলাম হরিয়ানায় এই ধরনের কোনও নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতবর্ষের সংস্কৃতির একটি মানদণ্ড গরু। অনেকে বিদেশি সংস্কৃতি নিয়ে আসছেন। ভ্যালেন্টাইন ডে পালন করছেন পার্কে এবং বিভিন্ন জায়গায়। সেটা আমাদের সঙ্গে মেলে না। বিগত কয়েক বছর এটিকে ব্যবসার খাতিরে একটু বেশি হাওয়া দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইন ডে সামনে রেখে নানান রকম অফার দেওয়া হচ্ছে।"

অন্যদিকে, বিষয়টি নিয়ে বিজেপি-কে বিঁধতে ছাড়েনি কংগ্রেস থেকে তৃণমূলের মতো বিরোধী দলগুলি। কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীর বলেছিলেন, "বিজেপি এই ধরনের অনেক কিছু করতে পারে। তবে সেগুলি ভ্যালেন্টাইন ডে দিন না করে অন্যদিন করতে পারত।" এর মধ্যে দিয়ে বিজেপির বিভাজনের রাজনীতি প্রকাশ পাচ্ছে বলে দাবি করেছিলেন অধীর। কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "গরুর মূত্র পান করা হয়েছে। এবার গোবর খেয়ে গরুকে আলিঙ্গন করলে আরও ভাল হবে।"

এর আগেও একাধিক জায়গায় ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনের বিরোধিতা করতে দেখা গিয়েছে বিভিন্ন সংগঠনকে৷ বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন রাস্তায় নেমে এই বিশেষ দিন পালনের বিরোধিতা করেছে৷ এ বার সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ বলা হয়েছিল, পাশ্চাত্য জীবনযাপন থেকে সরে এসে দেশীয় জীবনযাপনে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে জড়িয়ে সেলফির আবেদন, দিলীপ ঘোষ জানালেন মনের কথা!

কী করতে বলা হয়েছিল সেই দিনে? বলা হয়েছিল, ভ্যালেন্টাইনস ডে যেহেতু প্রেমের দিন, সেই কারণে গরুকে আলিঙ্গন করে সেই দিনটি পশু প্রেম দিবস হিসাবে পালন করা হবে৷ সেই কারণে গরুকে আলিঙ্গন করতে হবে৷

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Valentine Day, Valentines day