নয়াদিল্লি: মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রকের অধীন পশু কল্যাণ বোর্ডের তরফে ভ্যালেন্টাইন দিবসের দিন 'গো আলিঙ্গন দিবস' পালনের আবেদন জানানো হয়েছে। সেই উদ্যোগকে স্বাগত জানালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর মতে, এর মধ্যে দিয়েই ভারতীয় সংস্কৃতিকে ফেরানো সম্ভব। অন্যদিকে, এই সিদ্ধান্তে বিভাজনের রাজনীতি দেখছে বিরোধীরা।
এদিন সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেন, "শুনলাম হরিয়ানায় এই ধরনের কোনও নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতবর্ষের সংস্কৃতির একটি মানদণ্ড গরু। অনেকে বিদেশি সংস্কৃতি নিয়ে আসছেন। ভ্যালেন্টাইন ডে পালন করছেন পার্কে এবং বিভিন্ন জায়গায়। সেটা আমাদের সঙ্গে মেলে না। বিগত কয়েক বছর এটিকে ব্যবসার খাতিরে একটু বেশি হাওয়া দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইন ডে সামনে রেখে নানান রকম অফার দেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: মোদির ভাষণ অন্তঃসারশূন্য, নেই কোনও প্রশ্নের জবাব! দাবি বিরোধীদের
তাঁর কথায়, এই সময় ব্যাপারটাকে আটকাতে না পারলে দেশের যুবক যুবতীরা এটাকেই আধুনিকতা বলে মনে করবেন। দিলীপ ঘোষের কথায়, "যাঁদের গরু বললে কান খাড়া হয়ে যায়, গরুর মাংস খান তাঁদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। তবে ভারতবর্ষের মানুষের এর প্রতি সমর্থন রয়েছে।" কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীর বক্তব্য, 'বিজেপি এই ধরনের অনেক কিছু করতে পারে। তবে সেগুলি ভ্যালেন্টাইন ডে দিন না করে অন্যদিন করতে পারত।' এর মধ্যে দিয়ে বিজেপির বিভাজনের রাজনীতি প্রকাশ পাচ্ছে বলে দাবি অধীরের।
আরও পড়ুন: কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা, কোথাও আবার বাড়বে শুষ্কতা! আবহাওয়ার আপডেট জানুন
অন্যদিকে, তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, " গরুর মূত্র পান করা হয়েছে। এবার গোবর খেয়ে গরুকে আলিঙ্গন করলে আরও ভাল হবে।" এর আগেও একাধিক অবস্থান থেকে ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনের বিরোধিতা করেছে বিভিন্ন সংগঠন৷ বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন রাস্তায় নেমে এই বিশেষ দিন পালনের বিরোধিতা করেছে৷ এ বার সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার৷ বলা হল, পাশ্চাত্য জীবনযাপন থেকে সরে এসে দেশীয় জীবন যাবনে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে৷ কী করতে হবে সেই দিনে? বলা হয়েছে, ভ্যালেন্টাইনস ডে যেহেতু প্রেমের দিন, সেই কারণে গরুকে আলিঙ্গন করে সেই দিনটি পশু প্রেম দিবস হিসাবে পালন করা হবে৷ সেই কারণে গরুকে আলিঙ্গন করতে হবে৷ অর্থাৎ গরুকে আলিঙ্গন করে সেই প্রেমের দিনটি পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dilip Ghosh, Valentines Day 2023