Vande Bharat Express Mumbai: 'আধুনিক ভারতের প্রতিচ্ছবি বন্দে ভারত এক্সপ্রেস', মুম্বইয়ে দুই নতুন ট্রেনের উদ্বোধন করে বললেন মোদি
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নতুন দুই বন্দে ভারত ট্রেনের মধ্যে প্রথমটি মুম্বই-সাইনগর শিরদি এবং দ্বিতীয়টি মুম্বই-সোলাপুরের মধ্যে যাতায়াত করবে
মুম্বই: ভারত পেল আরও দুটো এক্কেবারে নতুন বন্দেভারত এক্সপ্রেস। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ট্রেন দু'টির যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, বন্দে ভারত হল আধুনিক ভারতের প্রতিচ্ছবি।
এদিন উত্তরপ্রদেশের লখনউয়ে আদিত্যনাথ যোগীর শিল্প সম্মেলনে যোগ দেওয়ার পরেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন মোদি। বেলা ৩টে ৪০ মিনিট নাগাদ পৌঁছন মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, অর্থাৎ, CSMT -তে।
আরও পড়ুন: বড়ো খবর! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ভারতীয় রেলের রেল ভূমি ক্রসিং সেবা চালু
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণৌ।
advertisement
advertisement
माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी द्वारा मुंबई के छत्रपति शिवाजी महाराज टर्मिनस से मुंबई-साईनगर शिर्डी #VandeBharat ट्रेन को हरी झंडी दिखाकर रवाना किया गया।#AmchiVande pic.twitter.com/bNrFPYDH3y
— Ministry of Railways (@RailMinIndia) February 10, 2023
বন্দো ভারত ফ্ল্যাগ অফ করে প্রধানমন্ত্রী জানান, এই বন্দে ভারতের মাধ্যমেই নব্য এবং দ্রুতগামী ভারতের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। বলেন, "এই ধরনের আধুনিক ট্রেনই এখন ভারতকে পরিচালনা করছে। মেট্রোরেলের আরও শাখা-প্রশাখা তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে, নতুন বন্দর এবং নতুন বিমানবন্দর।" প্রধানমন্ত্রীর আশা, এই নতুন ট্রেনের ফলে মুম্বইয়ের কলেজ ছাত্র থেকে চাষি, পর্যটক সকলেই উপকৃত হবেন।
advertisement
আরও পড়ুন: নজির গড়ল ISRO! সবথেকে ছোট রকেট উড়ল ৩টি উপগ্রহ নিয়ে
নতুন দুই বন্দে ভারত ট্রেনের মধ্যে প্রথমটি মুম্বই-সাইনগর শিরদি এবং দ্বিতীয়টি মুম্বই-সোলাপুরের মধ্যে যাতায়াত করবে। রেল সূত্রের খবর, তীর্থস্থান থেকে শুরু করে শিল্প হাব, শিক্ষা হাব সবকিছুই এক সুতোয় গাঁথবে এই দুই ট্রেন। যাতায়াতের ক্ষেত্রে সময় লাগবে ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টা।এদিন, উদ্বোধনের আগে গত বৃহস্পতিবার রাতেই ছত্রপতি টার্মিনাসে পৌঁছে গিয়েছিল দুটি ট্রেন। শুক্রবার বিকেল ৪ টে নাগাদ সেগুলি ফ্ল্যাগ অফ করেন মোদি।
advertisement
Different paths rooting towards one aim- Convenience. The two new Vande Bharat Express 2.0 trains; CSMT Mumbai to Sainagar Shirdi, & CSMT Mumbai to Solapur, seen together at the Wadi Bandar Depot, are ready for the Inauguration!@RailMinIndia#AmchiVande #VandeBharat pic.twitter.com/YKj702om2P
— Central Railway (@Central_Railway) February 9, 2023
advertisement
গত বছরের ৩০ ডিসেম্বরই পশ্চিমবঙ্গেও চালু হয়েছিল এ রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের মৃত্যু হওয়ায় সশরীরে এসে সেই ট্রেনের উদ্বোধন করতে পারেননি মোদি। তবে মায়ের শেষকৃত্য করেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
February 10, 2023 4:55 PM IST

