বড়ো খবর! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ভারতীয় রেলের রেল ভূমি ক্রসিং সেবা চালু 

Last Updated:

জমি লিজ/লাইসেন্স এবং ওয়ে-লিভ অনুমতির অনুমোদনের জন্য আবেদন শুধুমাত্র সংশ্লিষ্ট অনলাইন পোর্টালেই জমা করতে হবে। সবগুলি ক্ষেত্রে অনলাইনে অনুমোদন প্রদান করা হবে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
দিল্লি: প্রথমবারের জন্য, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে তিনসুকিয়া ডিভিশনের পক্ষ থেকে বাজেটের পরেই চলতি মাসে ইন্ডিয়ান রেলওয়েজ রেল ভূমি ক্রসিং সেবা (আইআর-আরবিসিএস) সিস্টেম ব্যবহার করে ওয়ে-লিভ অ্যাপ্লিকেশনের ০২টি মামলার অনুমোদন জানানো হয়েছে।
সিমলুগুড়ি-মাহুতগাঁও ও মেজেঙ্গা-নামতিআলি সেকশনে গ্যাস/অয়েল পাইপলাইনের জন্য অসম গ্যাস কোম্পানি লিমিটেড (এজিসিএল)-এর দ্বারা ওয়ে-লিভ অ্যাপ্লিকেশনের ০২টি মামলা জমা করা হয়েছিল।ইন্ডিয়ান রেলওয়েজ রেল ভূমি ক্রসিং সেবা (আইআর-আরবিসিএস) হল আইআরসিইপি পোর্টালের অধীনে ভারতীয় রেলওয়ের দ্বারা প্রদত্ত ওয়ে-লিভ ইজমেন্ট রাইটস-এর জন্য একটি ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ফাস্ট-ট্র্যাক ওয়ে-লিভ অ্যাপ্লিকেশন ও অনুমোদনের জন্য এই সুবিধা প্রদান করা হয়েছে।
advertisement
আরও পড়ুন -  Gariahat Money Recovered: আবার টাকা শহরে, এবার গড়িয়াহাট মোড় থেকে উদ্ধার টাকার পাহাড়
জমি লিজ/লাইসেন্স এবং ওয়ে-লিভ অনুমতির অনুমোদনের জন্য আবেদন শুধুমাত্র সংশ্লিষ্ট অনলাইন পোর্টালেই জমা করতে হবে। সবগুলি ক্ষেত্রে অনলাইনে অনুমোদন প্রদান করা হবে। এই সিস্টেমটি সম্পূর্ণ সত্যতা ও অখণ্ডতার জন্য ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে এবং ডিজিটাল পেমেন্ট, রিয়েল-টাইম মনিটরিং অনুমোদন দেয়, তাৎক্ষণিক সতর্কতা ও নোটিফিকেশন তৈরি করে এবং পাইপলাইন, কালভার্ট, কেবল, পাওয়ারলাইন ইত্যাদির মতো সমস্ত ধরনের ওয়ে-লিভ অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
এই পলিসিটি  পিএম গতি শক্তি কাঠামোর সাথে সংযুক্ত পরিকাঠামোর সংহত উন্নয়নকে সক্ষম করে এবং রেলে অধিক পণ্য আকর্ষণ করে, রেলের জমির লিজিং, লাইসেন্সিং ও রাইট অব ওয়ে (আরওডব্লিউ)-এর জন্য বিদ্যমান নীতি সহজ করা হয়েছে। জনগণের পরিষেবার উপযোগিতার পরিকাঠামো যেমন বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ, টেলিকম কেবল, নালা-নর্দমার নিষ্কাশন, ড্রেন, অপটিক্যাল ফাইবার কেবল (ওএফসি), পাইপলাইন, রোড, ফ্লাইওভার, বাস টার্মিনাল, আঞ্চলিক রেল পরিবহণ, নগর পরিবহণ ও এই ধরনের অন্য কোনও পরিকাঠামো অনুমোদিত হবে।সমস্ত স্টেকহোল্ডাররা https://ircep.gov.in/IR-RBCS/login.jsp ওয়েবসাইটটি দেখতে পারেন এবং ইন্ডিয়ান রেলওয়েজ রেল ভূমি ক্রসিং সেবা ব্যবহার করে ওয়ে-লিভ অ্যাপ্লিকেশনের অধীনে সুবিধাগুলি গ্রহণ করতে পারেন।উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এর ফলে আরও দ্রুত কাজ এগোবে।
বাংলা খবর/ খবর/দেশ/
বড়ো খবর! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ভারতীয় রেলের রেল ভূমি ক্রসিং সেবা চালু 
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement