Coronavirus Cases in India: ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে মৃত ৫০ জন! নতুন করে করোনা সংক্রামিত ৩,৬৮৮

Last Updated:

Covid-19 Deaths in India: কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৪,২৫,৩৩,৩৭৭ জন, যেখানে মৃত্যুর হার ১.২২ শতাংশ।

#নয়াদিল্লি: ভারতে এক দিনে নতুন করে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হলেন ৩,৬৮৮ জন। যার ফলে মোট COVID-19 সংক্রমণের সংখ্যা এখন ৪,৩০,৭৫,৮৬৪। সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে ১৮,৬৮৪, শনিবার জানিয়েছে সরকার। সকাল ৮ টায় দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, আরও ৫০ জনের মৃত্যুর ঘটনা ঘটায় মৃতের সংখ্যা এখন বেড়ে ৫,২৩,৮০৩-এ পৌঁছেছে। সক্রিয় মোট সংক্রমণের হার ০.০৪ শতাংশ। কোভিডকে হারিয়ে সেরে ওঠার হার ৯৮.৭৪ শতাংশ, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় ৮৮৩ টি সক্রিয় COVID-19 সংক্রমণ বৃদ্ধি ঘয়েছে। দৈনিক কোভিড পজিটিভিটির হার ০.৭৪ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬৬ শতাংশ।
advertisement
কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৪,২৫,৩৩,৩৭৭ জন, যেখানে মৃত্যুর হার ১.২২ শতাংশ। দেশব্যাপী COVID-19 টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে প্রদত্ত ডোজ সংখ্যা ১৮৮.৮৯ কোটি ছাড়িয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪ মে দুই কোটি এবং গত বছরের ২৩ জুন তিন কোটি ছাড়িয়েছে। যে ৫০ জনের মৃত্যুর খবর মিলেছে তাঁদের মধ্যে ৪৫ জনই কেরলের বাসিন্দা, দু’জন দিল্লির এবং মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ থেকে ১ জন করে আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে।
advertisement
এখনও পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ১,৪৭,৮৪২ জন, কেরলে ৬৯,০১১ জন, কর্ণাটকে ৪০,০৯৯ জন, তামিলনাড়ুতে ৩৮,০২৫ জন, দিল্লিতে ২৬,১৭৪ জন, উত্তরপ্রদেশে ২৩,৫০৭ জন এবং পশ্চিমবঙ্গে ২১,২০১ জন৷ স্বাস্থ্য মন্ত্রক জোর দিয়েই জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।
advertisement
“আমাদের পরিসংখ্যানগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়েও দেখা হচ্ছে,” ওয়েবসাইটে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus Cases in India: ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে মৃত ৫০ জন! নতুন করে করোনা সংক্রামিত ৩,৬৮৮
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement