Nepal Electricity Deficit: ভারতে বিদ্যুৎ সংকটের জেরে সমস্যায় নেপাল! বন্ধ হয়ে যেতে পারে একাধিক শিল্প

Last Updated:

Electricity Shortage in Nepal: শুষ্ক মরশুমে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির সম্মুখীন হয় নেপাল। অন্যদিকে বর্ষাকালে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে এই ছোট্ট দেশে।

#নেপাল: বিদ্যুৎ সংকটের মুখে হিমালয়ের দেশ নেপাল। শীঘ্রই দেশের শিল্পপরিকাঠামোগুলির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে নেপাল। কারণ ভারত থেকে আর পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না নেপাল, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে, নেপাল ভারত থেকে মাত্র ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পায়, আর নেপালের চাহিদা ৪০০ মেগাওয়াটের, জানান নেপাল ইলেকট্রিসিটি অথরিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ থিকে।
প্রদীপ বলেন, “বর্তমানে আমাদের ৩০০ মেগাওয়াট বিদ্যুতের অভাব রয়েছে কারণ আমরা ভারত থেকে পর্যাপ্ত বিদ্যুৎ পাইনি, ভারত নিজেই বিদ্যুতের ঘাটতির মুখোমুখি হয়েছে।” শুষ্ক মরশুমে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির সম্মুখীন হয় নেপাল। অন্যদিকে বর্ষাকালে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে এই ছোট্ট দেশে।
advertisement
advertisement
এতে অবশ্যই নেপালের তিনটি শিল্প করিডোর, বীরগঞ্জ, বিরাটনগর এবং ভৈরহাওয়াতে বিদ্যুৎ সরবরাহকে প্রভাবিত হবে। প্রদীপ থিকে বলেন, “আমাদের যে কোনও সময় এই করিডোরগুলিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হতে পারে।” এতে প্রধানত বড় শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং ছোট শিল্পের তেমন কোনও সমস্যা হবে না বলেই জানান তিনি। “আমরা আলো সরবরাহের উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ রাখতে পারব, তবে শুখা মরশুমে শিল্পকেন্দ্রগুলিতে বড় মেশিন চালানোর জন্য বিদ্যুৎ দিতে পারব না,” বলেন তিনি। তবে, এক বা দেড় মাস পরে, যখন বর্ষাকাল আসবে, তখন পরিস্থিতির উন্নতি হবে এবং নেপাল ভারতে বিদ্যুৎ রপ্তানির মতো জায়গায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।
advertisement
অবশ্য কিছুদিন পর ভারত থেকে বিদ্যুৎ আমদানির ব্যাপারের আশাবাদী তিনি। বিহার রাজ্যের কর্তৃপক্ষ ২,৩ দিন পরে নেপালে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে, জানান প্রদীপ থিকে। নেপাল ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে ৩৬৪ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমতি পেয়েছে এবং ১ জুনের পর এখানকার পরিস্থিতির উন্নতি হলে তারা ভারতেও বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে, জানান প্রদীপ। প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সাম্প্রতিক ভারত সফরের সময়, দুই দেশই বিদ্যুৎ খাতে একসঙ্গে কাজ করার জন্য যৌথ অঙ্গীকার ব্যক্ত করে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Electricity Deficit: ভারতে বিদ্যুৎ সংকটের জেরে সমস্যায় নেপাল! বন্ধ হয়ে যেতে পারে একাধিক শিল্প
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement